কতটা বদলালো কাশ্মীরের ছবি? দেখে নিন নতুন কাশ্মীরকে

নিজস্ব প্রতিবেদন : সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাধীনতার পর থেকে জম্মু-কাশ্মীরে থাকা ৩৭০ ধারা সংরক্ষণ সংশোধনী বিল পেশ করে সেখানে বাতিল করেন ৩৭০ ধারাকে। সাথে সাথে বাতিল হয় ৩৭০ ধারার অন্তর্গত ৩৫ এ। রাজ্যসভায় ব্যাপক বাকবিতণ্ডার মধ্যে ভোটাভুটির পর কিন্তু সরকার এই ধারা রদ করতে সক্ষম হয়। ১৯৪৭ সালে এই ধারার খসড়া তৈরি করেছিলেন শেখ আব্দুল্লাহ। সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদে কিছু অস্থায়ী ব্যবস্থার উল্লেখ রয়েছে। সেই ক্ষমতা বলেই তৈরি হয় ৩৭০ ধারা। ১৯৫৪ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতির নির্দেশে ৩৭০ ধারাকে সংবিধানে অন্তর্ভুক্ত হয়।

সোমবার এই ধারা বাতিল হওয়ার পর কি কি পরিবর্তন এলো কাশ্মীরে? কি পরিবর্তন এলো উপত্যকায়?

আগে : জম্মু-কাশ্মীর ছিল একটি রাজ্য।

পরে : দুটি ভাগে ভাগ করা হলো জম্মু-কাশ্মীরেকে, পাশাপাশি হারালো রাজ্যের তকমা। রাজ্যের পরিবর্তে জম্বু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো।

আগে : জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের একসাথে দুটি নাগরিকত্ব পেয়ে থাকেন।

পরে : এখন আর দুটি নাগরিকত্ব থাকবে না।

আগে : জম্মু-কাশ্মীর এলাকার রাষ্ট্রীয় পতাকা আলাদা।

পরে : এখন দেশের ত্রিরঙ্গা পতাকাই জম্মু ও কাশ্মীরের একমাত্র পতাকা।

আগে : জম্মু-কাশ্মীরের ভিতরে ভারতের রাষ্ট্রীয় পতাকার অপমান করা হলে তা আইনত দন্ডনীয় অপরাধ ছিল না।

পরে : এখন থেকে অন্যান্য রাজ্যের মত ভারতের জাতীয় পতাকা অপমান করলে অপরাধ পরিগণিত হবে।

আগে : জম্মু-কাশ্মীরের কোন মহিলা বাসিন্দা ভারতের অন্য কোন রাজ্যের পুরুষকে বিবাহ করলে তার জম্মু-কাশ্মীরের নাগরিকত্ব নষ্ট হয়ে যায়।

পরে : এখন থেকে সকলের একটাই নাগরিকত্ব – ভারতীয়। তাই নাগরিকত্ব হারানোর কোন ভয় নেই।

আগে : ৩৭০ ধারার বজায় থাকার কারনে ভারতের কোন আইন কানুন জম্মু-কাশ্মীরে লাগু হয় না।

পরে : অন্যান্য রাজ্যের সমস্ত আইন কানুন এবার থেকে লাগু হবে জম্মু-কাশ্মীরে।

Source

আগে : ৩৭০ ধারার বজায় থাকার ফলে পাকিস্তানের কোন নাগরিক জম্মু-কাশ্মীরে থাকলে তিনিও ভারতের নাগরিকত্ব পেয়ে যান।

পরে : এখন থেকে আর এমন নাগরিকত্ব লাভের সুযোগ নেই।

আগে : ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জম্মু-কাশ্মীরের লাগু হয় না।

পরে : এক দেশ এক আইন, এখন থেকে সমস্ত নির্দেশ বা আদেশ লাগু হবে জম্মু-কাশ্মীরে।

আগে : ৩৭০ ধারার বজায় থাকায় কাশ্মীরে আর.টি আই., সি.এ.জি.,আর.টি.ই. ও লাগু করা সম্ভব নয়।

পরে : এখন থেকে এসকল সব লাগু হবে।

আগে : ভারতের অন্য কোন রাজ্যের বাসিন্দা জম্মু কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারবেন না। অথচ জম্মু-কাশ্মীরের যেকোনো বাসিন্দা ভারতের যেকোনো স্থানে জমি কিনতে পারবেন।

পরে : এখন থেকে এসব আর আলাদা নিয়ম থাকছে না।

আগে : জম্মু কাশ্মীরের জন্য রয়েছে আলাদা সংবিধান।

পরে : কোনোরকম আলাদা সংবিধান থাকছে না। তুলে নেওয়া হয়েছে আগের সমস্ত ব্যবস্থা।