বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, এবার বুক হবে এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : কাছে হোক অথবা দূরে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভারতের মতো দেশের অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল হওয়ার কারণে প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল পরিষেবা বহন করেন।

কোটি কোটি মানুষ রেল পরিষেবার সুবিধা ওঠানোর কারণে ট্রেনের টিকিট বুকিং করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তবে এই লাইনে দাঁড়ানো থেকে সম্প্রতি মানুষ দূরে সরে এসেছে অনলাইন টিকিট বুকিং পদ্ধতি মেনে চলার কারণে। এবার এই অনলাইনে টিকিট বুকিং করার নিয়মে পরিবর্তন আনল IRCTC।

অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন এসেছে আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে। এই নিয়ম পরিবর্তন করা হয়েছে মূলত গ্রাহকদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি সংক্রান্ত বিষয়। কি সেই পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক।

অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার থেকে প্রতিটি গ্রাহককে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে হবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন ছাড়া আর টিকিট বুকিং করা যাবে না। তবে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে সেই সকল গ্রাহকদের জন্য যারা করোনাকাল থেকে এখনো পর্যন্ত নিজেদের অ্যাকাউন্ট থেকে টিকিট বুকিং করেননি।

মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন করার পদ্ধতি

নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন করার জন্য যাত্রীদের যেতে হবে আইআরসিটিসি অফিশিয়াল ওয়েবসাইটে। এরপর ওই ওয়েবসাইটে Verification Window তে ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপরেই যে ওটিপি আসবে সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে।