PM Kisan থেকে ITR, অক্টোবরে এই ৪টি কাজ না সারলে সমস্যা

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই শেষ অক্টোবর মাস। তবে এই মাস শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সহ চারটি ক্ষেত্রের কাজ না সারলে তৈরি হতে পারে সমস্যা। এই চারটি ক্ষেত্রের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ছাড়াও বাড়ি কেনা, ইনকাম ট্যাক্স জমা দেওয়া এবং গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা।

১) কেউ যদি বাড়ি কেনার পরিকল্পনা অথবা বাড়ি সংক্রান্ত কোনো ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে তা আগামী ৩১ অক্টোবরের মধ্যেই সেরে নিন। কারণ এই সময় পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক গৃহঋণের ক্ষেত্রে দিচ্ছে বাড়তি ছাড়। বেশকিছু রাষ্ট্রায়াত্ত ছাড়াও বেশকিছু ব্যাঙ্ক থেকে বর্তমানে এই গৃহঋণ নিলে ৬.৭০% হারে সুদ দিতে হবে।

২) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কেউ নাম নথিভুক্ত করার চিন্তাভাবনা করে থাকলে তাকে তা করে নিতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। এই সময় নাম নথিভুক্ত করার কাজ সেরে ফেললে একসঙ্গে দুই কিস্তির টাকা পাবেন নথিভূক্ত হওয়া চাষিরা।

৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে গ্রাহকরা তাদের YONO অ্যাপের মাধ্যমে Tax2Win-এর সাহায্যে আইটিআর ফাইল করতে পারবেন।

৪) গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস অথবা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার কাজ বাকি থাকলে তা সেরে নিতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। অন্যথায় বড়োসড়ো জরিমানার সম্মুখীন হতে পারেন চালক এবং গাড়ির মালিকরা। কারণ কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত বিষয়ের মেয়াদ বাড়ানো হবে না।