অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আগেই নতুন গান কৈলাশ খের-এর

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক দশকের অযোধ্যার বিতর্কিত জমির মামলার অবসান ঘটে ২০১৯ সালের নভেম্বর মাসে। দেশের সর্বোচ্চ আদালত বিতর্কিত ওই জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। পাশাপাশি সুপ্রিমকোর্টের তরফ থেকে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় অযোধ্যাতেই বিকল্প একটি জমিতে মসজিদ নির্মাণের জমি বেছে দিতে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মত কেন্দ্র সরকারের তরফ থেকে রাম মন্দির এবং অযোধ্যায় বিকল্প জমিতে মসজিদ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করা হয়। সেই ট্রাস্টের তত্ত্বাবধানে শুরু হয় রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আজ অর্থাৎ ৫ই আগস্ট সেই রাম মন্দিরের ভূমি পুজো। ভূমি পুজোর মাধ্যমে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে রাম মন্দিরের। আর এই রাম মন্দিরের ভূমি পুজোর আগেই বিখ্যাত সঙ্গীত কৈলাশ খের একটি গান প্রকাশ করলেন।

কৈলাশ খের রাম মন্দির সম্পর্কিত এই গানটি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে সকলের সামনে তুলে ধরেছেন। গানটি পোস্ট করার পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘প্রত্যেক ভারতবাসীর কাছে ৫ই আগস্ট দিনটি ঐতিহাসিক দিন। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধন করবেন। সেই উপলক্ষে আমার এই নতুন গান।’

বর্তমান করোনা পরিস্থিতিতে এই রাম মন্দির নির্মাণের ভূমি পুজোর আগে মন্দির নির্মাণ ট্রাস্ট কমিটি এবং দেশের শাসক দল বিজেপিকে বারবার ধাক্কা খেতে হয়েছে। রাম মন্দিরের ভূমি পুজোর ঠিক দিন কয়েক আগেই অযোধ্যায় নিয়োজিত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী এবং সেবায়েত করোনা আক্রান্ত হন। পাশাপাশি করোনা আক্রান্ত হন বিজেপির প্রাক্তণ সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও করোনার কবলে পড়ে গত রবিবার প্রাণ হারাতে হয় উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী কমলারানী বরুণকে।