পুজোর আগে জল জমে নাজেহাল, বোলপুর পৌরসভায় জানিয়েও লাভ হয়নি

অমরনাথ দত্ত : নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে গত তিনদিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। আর এই বৃষ্টির ফলে দুর্গা পুজোর আগে চিন্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তা ও প্রতিমা শিল্পীরা। তবে এরই মাঝে গোদের উপর বিষফোঁড়া বোলপুর পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের।

বোলপুর পৌরসভার অন্তর্গত ৫ ও ৬ নং ওয়ার্ডের উদয়পল্লী, ইন্দিরাপল্লী, খাস পাড়ার মতো নিচু এলাকায় জমেছে জল। বৃষ্টির কারণে জল জমেছে রাস্তায়, এমনকি বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছে জল। আর পুজোর আগে এমন অবস্থায় সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষরা।

এলাকার স্থানীয় বাসিন্দারা এইভাবে জল জমে যাওয়ার কারণ হিসাবে পৌরসভার নিকাশি ব্যবস্থার বেহাল দশাকেই দায়ী করেছেন। তাদের আরও অভিযোগ বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি দীর্ঘ কয়েক বছর ধরে। বৃষ্টি বললেই এমন ঘটনা ঘটে।

এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার পাল পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন, “নিকাশি ব্যবস্থার সুরাহার জন্য আমরা বারবার পৌরসভাকে জানিয়েছি। তারা এই হচ্ছে, এই হচ্ছে বলে পের করে দিচ্ছেন। আর এ বছর বলতে যাওয়াই আমাদের উত্তর দেয়, বরাদ্দ টাকার থেকে বেশি কাজ হয়েছে এই এলাকায়। অথচ আমরা সেই কাজ করতে পাচ্ছি না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।”

নিকাশি ব্যবস্থার বেহাল দশার কথা স্বীকার করে ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, “পৌরসভাকে আরো সক্রিয় হয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।”