টোটোয় উঠে ১৫টি প্রশ্নের উত্তর দিলেই দিতে হবেনা ভাড়া, অভিনব উদ্যোগ চালকের

শর্মিষ্ঠা চ্যাটার্জী : আপনি কি জানেন, টোটোতে উঠলেই আপনাকে দিতে হতে পারে ১৫ টি প্রশ্নের উত্তর! আর তাতে কিন্তু মিলবে পুরস্কারও। টোটোওয়ালা ফ্রীতে আপনাকে পৌঁছে দেবে গন্তব্যস্থল পর্যন্ত। এমনই অভিনব এক টোটো চালকের উদ্যোগ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

সম্প্রতি এক ফেসবুক ব্যবহারকারী লিলুয়ার এমনই এক টোটো চালকের অন্যরকম কীর্তি তুলে ধরেছেন। লিলুয়ার যে বাসিন্দা এই পোস্টটি শেয়ার করেছেন তাঁর নাম সংকলন সরকার। তিনি তাঁর ফেসবুকে পোষ্টটি শেয়ার করে লিখেছেন, তিনি লিলুয়াতে টোটো করে রঙ্গলি মল যাচ্ছিলেন সেইসময় যে ব্যক্তির টোটো তে তিনি ওঠেন সেই ব্যক্তি হঠাৎই তাঁদের বলেন যে ১৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্য আবার মিলবে পুরস্কারও। সঠিক উত্তর দিতে পারলে তিনি কোনো ভাড়া নেবেন না। যদিও ওই ব্যক্তি নিজে তাঁর পোস্টে লিখেছেন, প্রথমে তিনি ভেবেছিলেন উত্তর দিতে না পারলে হয়তো টোটোওয়ালা ভাড়া দ্বিগুণ করে দেবেন। কিন্তু তা নয়। সেই ধারণা তাঁর কিছুক্ষণ পরেই ভাঙ্গে।

একজন টোটো চালক হয়েও তিনি যে তাঁর সাধারণ জ্ঞানের প্রতি আগ্রহকে এভাবে বাঁচিয়ে রাখতে নতুন ভাবে শুরু করেছেন। একসময় আর্থিক প্রতিকূলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও তার মধ্যেকার জ্ঞান অন্বেষণের ইচ্ছেটা বেঁচে ছিল। এই ইচ্ছেকেই নতুন ভাবে নতুন উপায়ে শুরু করেছেন।

ওই টোটো চালকের আর এক অন্যরকম কাজের কথাও তুলে ধরেছেন। তিনি প্রায় সবদিনই কোনো না কোনো মহাপুরুষের জন্মদিন পালন করেন, সেই সঙ্গে টোটোর সামনে তাঁদের ফটোও ঝুলিয়ে রাখেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।

বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকে আমাদের ইচ্ছেগুলিকে বিসর্জন দিই। কিন্তু ওই টোটো চালক এত প্রতিবন্ধকতাকে জয় করেও নিজের ভালো লাগা গুলিকে বাঁচিয়ে রেখেছে। ওই পোস্টে টোটো চালকের নামও তিনি প্রকাশ করেছেন, সুরঞ্জন কর্মকার। এই ধরনের কাজগুলিই তো আমাদের সবার তথা সমাজের পাথেয় হওয়া উচিত।