নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। নতুন নতুন এই সমীকরণ তৈরি হচ্ছে মূলত দলবদলকে কেন্দ্র করে। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে যেমন দেখা গিয়েছে গেরুয়া শিবিরে নাম লেখাতে, ঠিক তেমনি আবার গেরুয়া শিবিরেরও একাধিক নেতা নাম লিখিয়েছেন তৃণমূলে। নেতাকর্মীদের পাশাপাশি চলছে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের দলবদলের পালা।
দিন কয়েক ধরেই টলিপাড়ার সৌরভ দাস, কৌশানি মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, দীপঙ্কর দে, ভরত কল, সাওনা খান, লাভলি মিত্র সহ বেশ কয়েকজনকে তৃণমূল শিবিরে আনুষ্ঠানিকভাবে আসতে দেখা যায়। ঠিক একইভাবে তৃণমূলের টলিপাড়ার রুদ্রনীল ঘোষ ছাড়াও বেশ কয়েকজন গেরুয়া শিবিরে নাম লেখান। আর এমত অবস্থাতেই গেরুয়া শিবিরের নাম লেখানোর তালিকায় জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার আরেক উল্লেখযোগ্য মুখ যশ দাশগুপ্তের।
যশ দাশগুপ্ত জনপ্রিয়তা অর্জন করেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অরন্যের চরিত্র থেকে। এরপর বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয়ও করেছেন। অভিনয় করেছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের সাথে। এমনকি সম্প্রতি নুসরতের সাথে তার সম্পর্কের গুঞ্জন সরগরম বলিউড। আর এবার সেই যশকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
[aaroporuntag]
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবারই তিনি নাম লেখাতে পারেন গেরুয়া শিবিরে। এটাও জানা যাচ্ছে, বিকাল ৪ টের সময় তিনি সাংবাদিক বৈঠক করবেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। এদিন আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। এটাও সূত্রের খবর যে বর্ষিয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন।