প্রধানমন্ত্রীর এই ৫ যোজনা, বদলে দিয়েছে ভারতের সমাজ কল্যাণ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের প্রধানমন্ত্রী হিসেবে বসার পর নরেন্দ্র মোদী দেশের মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। এই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি ভারতের সমাজ কল্যাণ ব্যবস্থাকে পাল্টে দিয়েছে। বিভিন্ন প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্প উল্লেখযোগ্য।

১) আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রতিটি মানুষের বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। দারিদ্রসীমার নিচে বসবাসকারী গৃহস্থদের বাড়িতে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প বিশাল সাফল্য অর্জন করেছে। এখন এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পান।

২) ক্ষমতায় আসার পর ২০১৪ সালে প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু করা হয়। এই প্রকল্পের আওতায় প্রাপ্তবয়স্ক যে কোন ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট করাতে পারেন। এই প্রকল্পের আওতায় যারা ব্যাংক অ্যাকাউন্ট করে থাকেন তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে Rupay Card।

৩) কৃষকদের উন্নয়নের জন্য বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। এই প্রকল্প এখন দেশে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এখন টাকা পাচ্ছেন দেশের প্রায় ১৩ কোটি কৃষক।

৪) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয় কেন্দ্রের তরফ থেকে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ঋণ শোধ করার জন্য নির্দিষ্ট সময় এবং সুদ রয়েছে। তবে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন গ্যারান্টার লাগে না।

৫) ২০১৫ সালে কেন্দ্রের তরফ থেকে চালু করা হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে বছরে মাত্র ১২ টাকা দিয়ে দুর্ঘটনায় মৃত্যুতে ২ লক্ষ টাকা এবং অন্যান্য ক্ষতিতে ১ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা দেওয়া হয়ে থাকে।