সেরা পুজোর নাম ঘোষণা করলো বীরভূম জেলা প্রশাসন

হিমাদ্রি মণ্ডল : করোনাকালে চলতি বছর রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যে কারণে এই উৎসবে বারংবার সরকারের পক্ষ থেকে সচেতনতা মেনে আনন্দ উপভোগ করার কথা বলা হচ্ছে। এমনকি সদ্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুজো নিয়ে একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। আর এই সকল বিধিনিষেধ অবশ্যই মানুষের জীবনের কথা চিন্তা করেই।

তবে এই সকল নানান প্রতিকূলতার মধ্যেও বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসবে কোনরকম খামতি পড়েনি। আয়োজন ছোট হলেও আনন্দ বিপুল। আর এই আনন্দ এবং আয়োজনকে আরও বেশি উৎসাহিত করে তোলার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার বিশ্ববাংলা বীরভূম জেলার সেরা পুজো মণ্ডপগুলির নাম ঘোষণা করা হলো।

সেরা পুজো মণ্ডপের নাম ঘোষণা করতে গিয়ে বীরভূম জেলা জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, “বীরভূম জেলার তিনটি ডিভিশন অর্থাৎ মহাকুমার প্রতিটি ডিভিশন থেকে চার বিভাগে ১২টি সেরা পূজা বেছে নেওয়া হয়েছে। সেরা পুজো বাছার সময় বিচার বিভাগের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হল সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ এবং সেরা কোভিড সচেতন পুজো।”

সেরা পুজো

সিউড়ি সদর থেকে সেরা পুজোর তকমা পেল সাঁইথিয়া অরুণোদয়।

বোলপুর মহকুমা থেকে সেরা পুজোর তকমা পেল কাছারিপট্টি যুব সম্প্রদায়।

রামপুরহাট মহাকুমা থেকে সেরা পুজোর তকমা পেল রামপুরহাট তরুণের আহ্বান।

সেরা প্রতিমা

সিউড়ি সদর থেকে সেরা প্রতিমার তকমা পেল তিলপাড়া সম্মিলনী সমিতি।

বোলপুর মহকুমা থেকে বিজয়ী স্কুল বাগান সার্বজনীন পূজা কমিটি।

রামপুরহাট মহকুমা থেকে বিজয়ী হল রামপুরহাট আজাদ হিন্দ ক্লাব।

সেরা মণ্ডপ

সিউড়ি সদর থেকে বিজয়ী বিকেটিপিপি শারোদৎসব সমিতি।

বোলপুর মহকুমা থেকে বিজয়ী সুরিপাড়া অগ্রগামী সংঘ।

রামপুরহাট মহকুমা থেকে বিজয়ী রামপুরহাট নবীন ক্লাব।

সেরা কোভিড সচেতন পুজো

সিউড়ি সদর থেকে প্রথম পুরস্কার পাচ্ছে সাঁইথিয়া অগ্রণী সমাজ।

বোলপুর মহকুমা থেকে প্রথম ত্রিশুলাপট্টির দূর্গা মাতা ক্লাব।

রামপুরহাট থেকে আরও একটি ক্লাব এই বিভাগে প্রথম হয়েছে সেটি হল কালিকাপুরে আড্ডা শক্তি সংঘ।