একলাফে ৪২%, দেখে নিন Airtel-এর নতুন ট্যারিফ রেট

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাস থেকে সমস্ত মোবাইল সংস্থার মাসুল বাড়ানোর ঘোষণা আগেই ছিল। আর তা কার্যকরী হওয়ার কথা ছিল ১লা ডিসেম্বর থেকে। যদিও তা কার্যকরী এদিন থেকে কার্যকরী না হয়ে হতে চলেছে ৩রা ডিসেম্বর থেকে। সবার আগে ভোডাফোন জানিয়ে দিল, তাদের গ্রাহকদের আগামী ৩রা ডিসেম্বর থেকে নতুন হারে চার্জ দিতে হবে। তারপরেই একই পথ বেছে নেয় এয়ারটেল।

নতুন ট্যারিফ রেটের জন্য এয়ারটেল আনলো ২, ২৮, ৮৪, ৩৬৫ দিনের জন্য আলাদা আলাদা নতুন প্ল্যান। নতুন ট্যারিফ রেটের প্ল্যান অনুযায়ী গ্রাহকদের খরচ বাড়ছে ৪২ শতাংশ পর্যন্ত।

৪৯ টাকা – টকটাইম ৩৮.৫২ টাকা, ২৮ দিন।

৭৯ টাকা – টকটাইম ৬৩.৯৫ টাকা, ২৮ দিন।

১৪৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস।

২৪৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

২৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ২৮ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৫৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৮৪ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৬৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৮৪ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

১৪৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৩৬৫ দিন, ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএস।

২৩৯৮ টাকা – আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট), ৩৬৫ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

উল্লেখ্য, অন্য নেটওয়ার্কে নিদিষ্ট মিনিট পেরিয়ে যাওয়ার পর মিনিটে ৬ পয়সা করে কাটা হবে।