কাঁচা বাদাম ছেড়ে এবার হরিনাম সংকীর্তনে নামলেন ভুবন বাদ্যকর, ভিডিও দেখেছেন তো

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের ভাগ্য রাতারাতি বদলে দিয়েছে তার কাঁচা বাদাম গান। তিনি একসময় রোদে জলে পুড়ে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতেন। অত্যন্ত কষ্টের সঙ্গে ছিল তার জীবনযাপন।

একটি খড়ের চালা ঘরে বসবাস করতেন তিনি এবং তার পরিবার। সেখানেই রান্নাবান্না, খাওয়া-দাওয়া এবং নিজেদের বসবাসের পাশাপাশি গৃহপালিত পশুর বসবাস ছিল। তবে তার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার পর তিনি একে একে তার শখ আল্লাহ পূরণ করছেন। কিনেছিলেন চারচাকা গাড়ি, আর এখন বানাচ্ছেন ঝাঁ-চকচকে একতলা বাড়ি।

ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পরেই তার জীবনের মোড় বদলে যায়। এই গান ভাইরাল হওয়ার পর তাকে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে গান গাইতে লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছেন। আর এবার এসব ছেড়ে তাকে দেখা গেল হরিনাম সংকীর্তনের ময়দানে। তবে হরিনাম সংকীর্তনের ময়দানে কীর্তন গাইলেও সেখানেও তাকে তার জনপ্রিয় ভাইরাল কাঁচা বাদাম গান শোনাতে লক্ষ্য করা যায়।

ভুবন বাদ্যকর সম্প্রতি এমন কীর্তন গান গাইতে পৌঁছে গিয়েছিলেন বীরভূমের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদে। সেখানে কান্দি হাসপাতাল মোড়ে শিব মন্দিরে কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান বেশ কিছুক্ষণ ধরে হরেকৃষ্ণ নাম যপ করতে লক্ষ্য করা যায় তাকে। শিবশনি পূজো কমিটির তরফ থেকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় এবং সেখানে ভুবন বাদ্যকরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতি বছর তারা এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকেন। তবে এই বছর নতুন কিছু করার জন্য প্রত্যেকেই জানাচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তারা ভুবন বাদ্যকরকে নিয়ে আসেন এবং হরিনাম সংকীর্তনের পাশাপাশি কাঁচা বাদাম গান গাওয়া হয়।