বাড়ির মতোই তাক লাগানো ভুবন বাদ্যকরের মন, অন্যদের জন্য কি চাইছেন তিনি

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর রাতারাতি নিজের ভাগ্য বদলে কাঁচা বাড়ি থেকে উঠেছেন পাকা বাড়িতে। তার এই পাকা বাড়ি এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু। পাকা বাড়ির জন্য চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি তেমনটা নয়, আসলে এই বাড়ির ভিতরের ডেকোরেশন চর্চার কেন্দ্রবিন্দু।

ভুবন বাদ্যকর যে বাড়ি বানিয়েছেন সেই বাড়ির বারান্দা সাজিয়েছে তোলা হয়েছে একেবারে রাজমহলের মত। কিনা নেই এই বারান্দায়। মেঝে মার্বেল দিয়ে সাজানো হয়েছে। বাকি রয়েছে ফলস সিলিং, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা, বিভিন্ন জায়গায় স্পটলাইট, হ্যারিকেন, মাদুর, হাতপাখা, কাপড়, গামছা ইত্যাদি নানান রকমের জিনিসপত্র।

এই ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য তার সঙ্গে কলকাতার এক শিল্পীর চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ওই শিল্পী তাঁর বাড়ির বারান্দা সাজিয়ে দিচ্ছেন এবং পরিবর্তে ভুবন বাদ্যকর গান গাইবেন। ওই শিল্পী তাকে গান গাওয়ার জন্য কোন অনুষ্ঠানে নিয়ে যাবেন। মোটের ওপর আপাতত সরাসরি কোন টাকা খরচ করতে হচ্ছে না ভুবন বাধ্যকরকে।

তবে ভুবন বাদ্যকরের বাড়ির বারান্দা যেমন তাক লাগানো ভাবে সাজানো হয়েছে ঠিক তেমনি তার মানসিকতাও অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি কেবল নিজের জন্য একটি সাজানো গোছানো বাড়ি করে ফলাও করতে চান না। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যেন তার মত অন্যান্যদেরও বাড়ি এমন সাজানো-গোছানো হয়।

তিনি জানিয়েছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন সবার বাড়ি হয়। গরিব মানুষেরাও যেন একটি পাকা বাড়ি পড়তে পারে। তারা যেন সুখে থাকে। প্রত্যেকের যেন ছাদ হয়।’ ভুবন বাদ্যকরের কথা অনুযায়ী, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন প্রত্যেকের বিশেষ করে দুঃস্থ দরিদ্র মানুষদের যেন মাথা গোঁজার ঠাঁই হয়।