ভুটান বেড়াতে যেতে চান, কমে গেল অনেক খরচ

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে ভ্রমণপিপাসু বাঙালিদের ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় পাড়ি দিতে দেখা যায়। বহু জনকেই দেখা যায় যারা ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশে বেড়াতে যান। এবার পুজোর আগে যারা ভুটান যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য এসে গেল বিরাট সুখবর।

সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে ভুটান সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় পর্যটকদের ভুটানে বেড়ানোর জন্য কোন বাড়তি খরচ করতে হবে না। এমনকি এন্ট্রি পাশের জন্য কোন টাকা গুনতে হবে না। ভুটানের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ভুটানের ভারতীয় অভিবাসন দপ্তরের তরফ থেকেও।

এর পাশাপাশি ভুটানে ভ্রমণ করার জন্য কোনরকম ভিসা লাগে না ভারতীয় নাগরিকদের। ভারতীয় নাগরিকরা তাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট নিয়ে সেখানে গেলেই তাদের ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোন বাধা হয় না। ভারতীয় নাগরিকদের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই সকল নিয়মের পরিপ্রেক্ষিতে খুলে যাচ্ছে ভুটানের দরজা।

নিয়ম পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত যে নিয়ম চালু ছিল তাতে ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ভুটানে যেতে হলে প্রতি রাতের জন্যে মাথাপিছু ১২০০ টাকা করে ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট’ ফি গুনতে হবে। এর ফলে যেমন পর্যটকদের খরচ বেড়ে যাচ্ছিল, সেই রকমই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল পর্যটন সংস্থাগুলির তরফ থেকে।

তবে সম্প্রতি ভুটান সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে যেমন পর্যটন সংস্থাগুলি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, ঠিক তেমনি এই সিদ্ধান্তের ফলে ভুটান ভ্রমণ করতে চান এমন পর্যটকদের খরচ আগের তুলনায় কয়েকগুণ কমে যাবে।