বিপুল সাফল্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সবে মাত্র এক বছর। এরই মাঝে বিপুল সফলতা অর্জন করেছে এই যোজনা এমনটাই দাবি সমীক্ষায়। গত বছর ২৩ শে সেপ্টেম্বর এই যোজনার সূচনা হয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, বিগত এক বছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় চিকিৎসা হয়েছে ৯০০০০ ক্যান্সার রোগীর। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চালু হয়েছিল এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন ১১.৫৭ লক্ষ মানুষ। যাদের মধ্যে মৃত্যু হয় প্রায় ৭.৮৭ লক্ষ মানুষের। ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষদের সংখ্যা ভারতের সবথেকে বেশি তামিলনাড়ুতে। সেখানে প্রায় ৪০০৫৬ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গত বছর। এরপরেই পরিসংখ্যান অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষের বেশি সংখ্যা রয়েছে কেরলে। সংখ্যাটা প্রায় ২২০০০। এদের বেশিরভাগ জনই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা পেয়েছেন। এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন মধ্যপ্রদেশের ১৯,৪৫৫ জন, ছত্তীসগড়ের ১৫,৯৯৭ জন ও গুজরাটের ১৪,৩৮০ জন মানুষ।

ন্যাশনাল হেলথ অথরিটি কেন্দ্র সরকারের এই প্রকল্পের দেখভালে রয়েছে। এই প্রকল্পে শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসার জন্য ৩২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি দেশের ১.৮ লক্ষ হাসপাতালে এই প্রকল্পের অধীনে ক্যান্সারের চিকিৎসা চলছে।