জনহিতকর কাজের জন্য Microsoft থেকে পুরোপুরি সরে দাঁড়ালেন বিল গেটস

নিজস্ব প্রতিবেদন : মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস পুরোপুরি ভাবে ছেড়ে দিলেন মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরের পদ। ৬৪ বছর বয়সী বিল গেটস এর আগে সংস্থার প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ২০০০ সালে তিনি সংস্থার সিইও পদ থেকে সরে দাঁড়ান। ২০০৮ সালে সংস্থার দৈনন্দিন কাজকর্ম থেকে অব্যাহতি নিয়ে বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে বেশি সময় দিতে থাকেন গেটস। তবে ২০১৪ সালেও বিল গেটস মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে সত্য নাডেলার হাতে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়েছিলেন। আর এবার সব দায়িত্ব থেকে নিজেকে সরালেন।

মাইক্রোসফটের তরফ থেকে এই সংবাদ জানানোর পাশাপাশি জানানো হয়েছে, বিল গেটস আরও বেশি করে জনহিতকর কাজকর্মে মন দিতে চান। আর সে কারণেই তিনি সম্পূর্ণভাবে সংস্থার কাছ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে টেকনিক্যালি অ্যাডভাইজার হিসেবে বিল গেটসের থেকে পরামর্শ নেওয়া হবে বলে জানানো হয়।

বর্তমানে বিল গেটস বিশ্ব স্বাস্থ্য, উন্নতি, শিক্ষা ও আবহওয়া পরিবর্তন নিয়ে কাজ করছেন। আর এই কাজে তিনি আরও মন দিতে চান। বিশ্ব স্বাস্থ্য, উন্নতি, শিক্ষা ও আবহওয়া নিয়ে কাজ করার জন্য তাকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন রয়েছে মনে করেই তিনি নিজের তৈরি সংস্থা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিলেন। বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে তিনি এখন বেশি পরিমানে সময় দিতে শুরু করেছেন।

মাইক্রোসফটের চিফ এগজিকিউটিভ সত্য নাডেলা জানিয়েছেন, “বছরের পর বছর ধরে বিলের সঙ্গে কাজ ও বিলের থেকে শিখতে পেরে আমি সম্মানিত। সংস্থার বোর্ড বিলের নেতৃত্ব ও দূরদৃষ্টি থেকে উপকৃত হয়েছে। মাইক্রোসফট এখনও বিলের প্রযুক্তিগত উপদেশ থেকে উপকৃত হবে। বিলের মতো একজনের সঙ্গে বন্ধুত্ব ও তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”