‘ইন্ডাস্ট্রিতে কলকাঠি করার লোকের অভাব নেই’, টলিউডের স্ট্যাম্পমারা খলনায়ক বিপ্লব

টলি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। যিনি টলিউডে প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ভিলেনের রোলে দুর্দান্ত অভিনয় করে গেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে আর দেখা যায় না টলি ইন্ডাস্ট্রিতে। তবে এর পিছনে অনেক রয়েছে কারণ। যা সম্প্রতি প্রকাশ পেল বিপ্লব চ্যাটার্জির আত্মজীবনী ‘আমি বিপ্লব’ অনুষ্ঠানের মাধ্যমে। তিনি নিজেই জানালেন তাঁর আক্ষেপ।

এদিন বিপ্লব চ্যাটার্জি (Biplab Chatterjee) এর ‘আমি বিপ্লব’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য তারকারা। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে প্রকাশ পেল অভিনেতা বিপ্লব চ্যাটার্জির আত্মজীবনী। সকলকে জানালেন তাঁর আক্ষেপ। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সকলকে জানিয়েছেন, তাঁর টলি ইন্ডাস্ট্রিতে বন্ধুর তুলনায় শত্রু সংখ্যা বেশি। অনেকেই তাঁর কেরিয়ার জীবনকে নষ্ট করার চেষ্টা করেছে।

পূর্বে অভিনেতা বিপ্লব চ্যাটার্জি প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তীর প্রমুখ অভিনেতাদের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে আর এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে দেখা যায় না। অর্থাৎ তার ডাক আর আসেই না ইন্ডাস্ট্রি থেকে। তবে তিনি এদিন তাঁর আত্মজীবনী অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি অভিনয় করতে চান। তিনি তাঁর কাজ চালিয়ে যেতে চান।

তবে তাঁর এই কাজ না পাওয়ার কারণ নিয়ে সকলের কাছে এদিন তার মনের এক আক্ষেপ প্রকাশ করেছে। এদিন অর্থাৎ বুধবার বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত তাঁর আত্মজীবনী অনুষ্ঠানে বলেছেন, তিনি সবসময় সত্যের হয়ে লড়েছে, তাই তাঁকে অনেক কিছু হারাতে হয়েছে। এছাড়াও তিনি আক্ষেপের সুরে বলেন, তাঁর বন্ধুর চেয়ে শত্রু সংখ্যা বেশি। কারণ তাঁর এই কেরিয়ার জীবন নষ্ট করার পিছনে অনেকেই রয়েছে।

তাঁর নামে অনেক কিছু খারাপ কথা রটিয়েছে। ফলেই তাঁর বন্ধুর সংখ্যা খুবই কম। তবে এই সবকিছুর পিছনে কি রাজনৈতিক কিছু রয়েছে? তিনি কি বাম সমর্থক বলেই কাজ পাচ্ছেন না? তবে এই বিষয়ে কিছু জানে না বলেই মন্তব্য করেছেন প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জি।