আটক বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে জেলা জুড়ে ৪০ জায়গায় বিজেপির মানববন্ধন কর্মসূচি

লাল্টু : পুজোর পর ফের নতুন করে আন্দোলনে নামলো বীরভূম বিজেপির জেলা নেতৃত্ব। বুধবার সদর শহর সিউড়ি সহ জেলার ৪০টি মন্ডলে জেলা বিজেপি মানব বন্ধনের মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক দাবিদাওয়া নিয়ে পথে নামে।

বুধবার সকাল ১১ টার সময় সিউড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বীরভূম বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে বিজেপি কর্মীরা মানববন্ধনের মধ্যে দিয়ে জেলে থাকা বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি, বাধাহীন রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের দাবি জানান। একই দাবি-দাওয়া নিয়ে বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া, দুবরাজপুর, ময়ূরেশ্বর, মহঃবাজার সহ চল্লিশটি জায়গায় এই কর্মসূচি পালন করা হয়।

জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “জেলা সম্পাদক অতনু চ্যাটার্জি, রাজ্য যুব সাধারণ সম্পাদক ধ্রুব সাহা, রাজ্য সংখ্যালঘু মোর্চার সম্পাদক সেখ সামাদ, লাভপুর মন্ডল সভাপতি জগন্নাথ পাল, যুব সদস্য সুমিত মন্ডল, লাভপুর মিরবাঁধ অঞ্চলের সভাপতি আজিজুল শেখ ও অন্যান্য বিজেপি কর্মীদের অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখার প্রতিবাদে এই মানববন্ধন।”

সেই সঙ্গে তিনি এও জানান, “পরহিংসা পরায়ন হয়ে যেখানে সেখানে বিজেপি কর্মীরা সংগঠিত হচ্ছে সেখানে তৃণমূল পুলিশের সহায়তায় দমন-পীড়ন চালাচ্ছে। বিজেপির বহু কর্মী বর্তমানে গ্ৰাম ছাড়া। যাদের মিথ্যা মামলায় জেলে ভরা হয়েছে তাদের শারীরিক, মানসিক দমন-পীড়ন চালাচ্ছে জেলার কিছু পুলিশ। অহিংসভাবে মানববন্ধনের এই আন্দোলনের মধ্যে দিয়ে এই অন্যায়, অত্যাচারের কথা প্রশাসন ও জেলাবাসীকে জানাতে চাইছি।”

জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, সিউড়ি, রামপুরহাট, বোলপুরে বুধবার রাজনৈতিক কারণে বিজেপি ও তৃণমূলের যেসব কর্মী মারা গেছেন তাদের আত্মার শান্তির কামনায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা মোমবাতি মিছিল করবেন।