স্কুলে গিয়ে পড়ালেন খোদ বীরভূম জেলাশাসক, খতিয়ে দেখলেন পড়াশুনার মান

হিমাদ্রি মন্ডল : জেলায় যে সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের পড়াশোনার মান কতটা উন্নত, সরকারিভাবে প্রদান করা মিড ডে মিলের খাবারের গুণগত মান কেমন, পোশাক আশাক, ব্যাগ কেমন? এসব হাতেনাতে খতিয়ে দেখতে সশরীরে বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট খোদ বীরভূম জেলা শাসক মৌমিতা গোদারা বসুর। শুধু ভিজিটই নয়, ক্লাসে ক্লাসে গিয়ে খতিয়ে দেখলে পড়ুয়াদের পড়াশোনা, পড়ালেনও।

শনিবার বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু এমন সারপ্রাইজ ভিজিটতে যান নগরী পঞ্চায়েতের অন্তর্গত আমগাছি উদয়ন পাঠশালায়। হঠাৎ এই পরিদর্শনে সেখানে পড়ুয়াদের পোশাক-আশাকে কিছু অনিয়ম ধরা পড়ে, দেখা যায় কয়েকজন পড়ুয়া বাদে অনেকেই সরকারিভাবে পাওয়া স্কুল জুতো পরে আসেনি। তিনি এবিষয়ে স্কুলের শিক্ষকদের সচেতন হওয়ার উপদেশ দেন। বেশকিছু পড়ুয়ার স্কুল ব্যাগ নিয়ে সমস্যার কথাও তিনি মনোযোগ সহকারে শুনুন এবং আশ্বাস দেন আগামী দিনে যে সমস্ত পড়ুয়াদের স্কুল ব্যাগ নেই তাদের স্কুল ব্যাগ দেওয়ার।

পরিদর্শন শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, “স্কুলের মিড ডে মিলের মান যাচাই করতে এমন ইনস্পেকশন নিয়মিত চলে। তবে আজ আমরা জোড় দিয়েছি পঠন-পাঠনের বিষয়টিকে। আর আজ স্কুল পরিদর্শন দিবস হিসাবে আমরা সমস্ত আধিকারিকরা জেলার প্রতিটি স্কুলে একসাথে যাচ্ছি স্কুল পরিদর্শন করতে।”

স্কুল পড়ুয়াদের ক্লাসের মধ্যে পড়ার পরীক্ষা নিয়ে তিনি জানান, “ভালোই দেখলাম, পড়াশোনা বেশ ভালোই চলছে। তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা অঙ্ক বেশ ভালই করতে পারছে।”