লাভপুরের স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় ধৃত ২ বিজেপি নেতা

অমরনাথ দত্ত : এবছরের ৪ই জুলাই বিস্ফোরণ ঘটে লাভপুর থানার অন্তর্গত মিরবাঁধ গ্রামে। সেদিন ভোররাতে বিস্ফোরণ ঘটে মিরবাঁধ গ্রামের একটি পরিত্যাক্ত হাসপাতালের কোয়ার্টারে। বিস্ফোরণে ভেঙে যায় পুরো পাকা বাড়ি। ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল জানা যায়।

যেখানে বিস্ফোরণ হয়েছিল, সেই জায়গাটি লাভপুরের বর্তমান গ্রামীণ হাসপাতালের থেকে একটু দুরেই। বিস্ফোরণে ভেঙে পড়া বাড়িটি আগে ছিল হাসপাতালের কোয়ার্টার। আর এই পরিত্যক্ত বাড়িটিকে বিস্ফোরক মজুত রাখার কাজে ব্যবহার করতো দুষ্কৃতীরা বলে স্থানীয়দের মত। বিস্ফোরণের পর সেই ঘটনার তদন্তে নামে লাভপুর থানার পুলিশ।

তদন্তে নেমে ৩ মাস পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন বিজেপি কর্মী বলে পরিচিত। ধৃতদের নাম জগন্নাথ পাল এবং আজিজুল শেখ। আজ তাদের বোলপুর আদালতে তোলা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

বিস্ফোরণের এই ঘটনায় ধৃত দুজন ছাড়াও আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত এই দুজনের পুলিশ ১০ দিন জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল, কিন্তু আদালত সমস্ত বিচার-বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সম্প্রতি এই দু’জনকে নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৭।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মীরবাঁধ এবং পার্শ্ববর্তী দরবারপুর গ্রামে গত চার বছর আগে ব্যাপক বোমাবাজি প্রাণ হারিয়েছিলেন ৯ জন ব্যক্তি। সে সময় বালিঘাটকে কেন্দ্র করে হয়েছিল সংঘর্ষ। তারপর থেকে এলাকায় ব্যাপক পুলিশি নজর রাখা হয়। এমনকি বিস্ফোরণস্থলের সামান্য দূরেই রয়েছে পুলিশ ক্যাম্প। তারপরেও ঘটে যায় এই বিস্ফোরণ!