রাস্তায় বেরোলে শুধু পুলিশ নয়, ধরছে করোনাও

লাল্টু : বিশ্বের পাশাপাশি ভারতে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তির সংখ্যা। আর দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে সংখ্যাটা। এমত অবস্থায় পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারংবার সাধারণ মানুষকে সচেতন করে বাড়িতে থাকতে অনুরোধ করছেন। কারণ বাড়ি থেকে বের হলেই বিপত্তি। আর সেই বিপত্তিকে বোঝাতেই বীরভূম পুলিশের অভিনব প্রচার, ‘রাস্তায় বেরোলে শুধু পুলিশ নয়, ধরছে করোনাও’।

বীরভূম পুলিশের দুবরাজপুর থানার পুলিশের উদ্যোগে সোমবার এমন অভিনব উদ্যোগ নেওয়া হয় ঘর থেকে বাইরে বেরিয়ে আসা মানুষদের সচেতন করতে। পুলিশকর্মীরা নিজেরাই করোনা ভাইরাস সেজে রাস্তায় নেমে পড়েছেন।একেবারে দানবের মতো এই করোনাভাইরাস (এমনিতেই অতি ক্ষুদ্র এই ভাইরাস) হাতে লম্বা গদা নিয়ে তাড়া করে আসছেন পথচলতি মানুষদের। আর সঙ্গে রয়েছেন অন্যান্য পুলিশকর্মীরাও। তারপর রাস্তায় বেরিয়ে আসা মানুষদের একে একে ধরছেন তারা। আর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থাকাটা কতটা নিরাপদ। বাড়ি থেকে বের হলে শুধু পুলিশ ধরবে না, ধরবে করোনাভাইরাসও। আর একবার এই ভাইরাস আপনাকে ধরলে, ধরবে আপনার গোটা পরিবারকেও। তাই অযথা আমন্ত্রণ করে এই ভাইরাসকে বাড়িতে ঢুকাবেন না।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের রাজ্যের পুলিশ ও প্রশাসনকে বারংবার নানান ভূমিকা নিতে দেখেছি। রাজ্য পুলিশ প্রথম প্রথম কঠোর হাতে বাইরে বেরিয়ে আসা মানুষদের রুখলেও পরে গান, ছবি আঁকা, বাউল ইত্যাদি কত কিছুর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সজাগ হওয়ার বার্তা দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকেই লকডাউনের নিয়ম লঙ্ঘন করছি। যে কারণে আবারও পুলিশকে কঠোর হতে হচ্ছে। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, পরিস্থিতি বুঝুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।