ফোন করলেই দোরগোড়ায় পৌঁছে যাবে ‘পুলিশ বন্ধু’, রইলো নম্বর

লাল্টু : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে ২১ দিনের জন্য শুরু হয়েছে লকডাউন। যে কারণে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও লাগু হয়েছে নিরাপত্তাজনিত বেশ কিছু বিধিনিষেধ। এমত অবস্থায় বীরভূমবাসীদের সুবিধার্থে বীরভূম পুলিশ নিয়ে এসেছে ‘পুলিশ বন্ধু’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় পুলিশের একটি দল সব সময় কাজ করবে জেলার অসহায় মানুষদের সহযোগিতায়।

যেসকল বাসিন্দাদের ছেলেমেয়েরা বাইরে রয়েছেন, বাড়িতে একা রয়েছেন বৃদ্ধ বাবা-মা, যাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসটুকু কেনার জন্য বাইরে বেরোনোর উপায় নেই, যারা অসুস্থ তাদের জন্য এই ‘পুলিশ বন্ধু’ প্রকল্প সদা জাগ্রত। ‘পুলিশ বন্ধু’ প্রকল্পের সদস্যরা ওই সকল ব্যক্তিদের নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যক যেকোনো জিনিস ব্যবস্থা করে দেবে, যদি তারা ব্যবস্থা করতে না পারেন। আর এই পরিষেবা পাওয়ার জন্য উক্ত ব্যক্তিদের যোগাযোগ করতে হবে ৭৬০২৬৭৬৫০০/৭৬০২৬৭৬৭৭৭ নম্বরে। আর এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটিতে ফোন করলেই পুলিশবন্ধু পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়।

বীরভুমের বোলপুর, রামপুরহাট, সিউড়ির পাশাপাশি দুবরাজপুরে শনিবার এই পরিষেবা চালু হলো। এই ‘পুলিশ বন্ধু’ প্রকল্পে এলাকা অনুযায়ী ১২ অথবা তার বেশি পুলিশকর্মী পরিষেবা দেওয়ার জন্য সদা জাগ্রত থাকবেন বলে জানা গিয়েছে। লকডাউনের পরিস্থিতিতে এমন পরিষেবা পেয়ে খুশি জেলার বাসিন্দারাও।

‘পুলিশ বন্ধু’র এমন পরিষেবা পেয়ে মদন মোহন দাস নামে এক বয়োজ্যেষ্ঠ বাসিন্দা জানান, “অসহায় মুহূর্তে আমরা সত্যিই একজন বন্ধুকে পেলাম। আমাদের ছেলেমেয়েরা এখানে না থাকায় লকডাউন চলাকালীন বড় অসহায় মনে হচ্ছিল। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। পুলিশ বন্ধুকে হাতের কাছে পেয়ে আমরা কৃতজ্ঞ।”