পুলিশের নজর এড়িয়ে ধান বোঝাই গাড়িতে পাচার হচ্ছিল ১৬০০ বোতল মদ

লাল্টু : করোনা ভাইরাসের সংক্রমণ শৃংখল ভেঙ্গে ফেলতে দেশে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের কারণে বন্ধ মদের দোকান।পাশাপাশি পুলিশ কর্মীরাও ব্যস্ত নাগরিকদের মধ্যে সচেতনতা বার্তা বাড়িয়ে তুলতে, লকডাউনের বিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তার নজরদারি চালাতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় পাচার হচ্ছিল ১৬০০ বোতল দেশী বিদেশী মদ।

বৃহস্পতিবার একটি ধান বোঝাই ২০৭ গাড়িতে করে এই বিপুল সংখ্যক মদ ঝাড়খন্ড থেকে আনা হচ্ছিল বীরভূমে। তারপর সেগুলিকে বীরভূমের বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করার বন্দোবস্ত করেছিল পাচারকারীরা। কিন্তু সেই বন্দোবস্তে জল ঢেলে দেয় বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয় গাড়িটিকে। তারপর গাড়ি থেকে উদ্ধার হয় ১৬০০ বোতল মদ।

পুলিশের কাছে মদের এই পাচারের বিষয়ে আগেই খবর ছিল। গোপন সূত্রের সেই খবরে দুবরাজপুর থানার ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় বক্রেশ্বর এলাকায়। সেখানে গাড়িটিকে আটকে তল্লাশি শুরু হয়। তল্লাশি চলাকালীন ধানের বস্তাগুলি সরাতেই তার নিচে থেকে বেরিয়ে আসে ওই মদের বোতলগুলি। এই মদের বোতলগুলি ছিল দেশি ও বিদেশি বিভিন্ন রকমের।

ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই গাড়িটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন দুবরাজপুর শহরের বাসিন্দা। এই ঘটনার সাথে আর কে কে জড়িত রয়েছেন সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।