হারিয়ে যাওয়া ১১৩ টি মোবাইল ফেরত দিলো বীরভূম পুলিশ

নিজস্ব প্রতিবেদন : জেলার বিভিন্ন প্রান্ত থেকে খোয়া যাওয়া মোবাইল ফেরত দেওয়ার রেকর্ড আগেই গড়েছে বীরভূম পুলিশ। সেই রেকর্ডকে অব্যাহত রেখে আজ শনিবার আবার বীরভূম পুলিশ ১১৩ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিলেন গ্রাহকদের হাতে।

চলতি বছরে কম করে ৬০০ টি হারিয়ে যাওয়া মোবাইল বীরভূম পুলিশ তুলে দিয়েছে প্রকৃত গ্রাহকদের হাতে। আর আজ আবার নতুন করে ১১৩ টি মোবাইল তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে বীরভূম পুলিশ লাইনে অনুষ্ঠিত ডিএম ও এসপি একাদশ বনাম বীরভূম প্রেস একাদশের আয়োজিত একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের পরেই।

২০১৮ সালের আগে পর্যন্ত বীরভূমের বিভিন্ন থানায় অজস্র মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে। সেই সকল অভিযোগে সংখ্যা দেখে বীরভূম পুলিশ প্রকৃত গ্রাহকদের মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নিয়ে শুরু করে ‘অপারেশন প্রাপ্তি’। আর তারপর থেকে দফায় দফায় অপারেশন চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দিতে থাকে বীরভূম পুলিশ।

আজ ১১৩ টি উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পর বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, “হারিয়ে যাওয়া মোবাইল যেগুলির ক্ষেত্রে থানায় অভিযোগ হয়, সেগুলি উদ্ধার হলে আমরা প্রকৃত গ্রাহকদের ফেরত দি। আজ ১১৩ টি মোবাইল ফেরত দেওয়া হল, শুধু এবছরে মোবাইল ফেরত দেওয়ার সংখ্যা ৬০০টি।”