পুরাতন সোনার কয়েন, মোহর প্রতারকদের ছবি প্রকাশ করে সচেতনতা বার্তা বীরভূম পুলিশের

লাল্টু : সচেতনতা মানুষকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। সে দুর্ঘটনায় হোক কিম্বা প্রতারণা। বেশ কিছু অসাধু মানুষ জাল পাতে সাদাসিধে, সহজ-সরল মানুষজনকে ফাঁদে ফেলতে শুরু করেছে। বীরভূম পুলিশও চেষ্টা করছে সেই সমস্ত অসাধু মানুষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে। গ্রেপ্তার, জেল, শাস্তি অনেকেরই হয়েছে। তবে এই সব অসাধু চক্রর ফাঁদে না পড়ার জন্য দরকার সচেতনতা।

এরকম পুরাতন যুগের সোনার কয়েন অথবা মোহরের প্রলোভন থেকে আমজনতাকে বাঁচাতে বীরভূম পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু করা হয়েছে সচেতনতা বার্তা দেওয়া।

পাশাপাশি এরকম প্রতারণার সাথে যুক্ত বেশ বেশ কয়েকজনের ছবি সাঁটিয়ে বীরভূমের বিভিন্ন প্রান্তের দেওয়ালে দেওয়ালে পোস্টারিংও শুরু করেছে বীরভূম পুলিশ।

বীরভূম পুলিশের তরফ থেকে প্রতারকদের ছবি প্রকাশ করা ছাড়াও জানানো হয়েছে, “জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, পুরাতন যুগের সোনার কয়েন বা মোহরের প্রলোভন দেখিয়ে কোন ব্যক্তি যদি আপনাকে ফোন করে তাহলে সেই প্রলোভনে পা দেবেন না। এটি একটি জাল চক্র। দয়া করে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।”