বাজি রুখতে কড়া পদক্ষেপ বীরভূম পুলিশের, চালু হলো হেল্পলাইন

নিজস্ব প্রতিবেদন : হাইকোর্টের তরফ থেকে চলতি বছর দিওয়ালিতে বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের আগেই অবশ্য রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের চলতি বছর করোনাকালে বাজি যেন না হয় তার জন্য অনুরোধ জানানো হয়েছিল। আর এবার বাজি ফাটানো নিয়ে আদালতের এই নির্দেশ কার্যকরী করতে কড়া পদক্ষেপের পথে বীরভূম জেলা পুলিশ।

এবছর কালী পুজো এবং দীপাবলি হোক আলোর উৎসব, বাজির নয়। মানুষকে সচেতন করতে এমনই প্রচার চালানো হচ্ছে জেলা পুলিশের তরফ থেকে। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ এবং রাজ্য সরকারের অনুরোধ অমান্য করে কেউ যদি বাজি ফাটানো তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর এই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রচারের পাশাপাশি শুক্রবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তিন তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হলো বাজি রুখতে।

বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য যে তিনটি হেল্পলাইন চালু করা হয়েছে সেই তিনটি হেল্পলাইন নম্বর হলো ১০০, ৯০৮৩২৬৯৮৪১ অথবা ৮০০১৪৯৩০০০। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই তিনটি নম্বরে নাগরিকরা বাজি সংক্রান্ত তাদের অভিযোগ জানাতে পারবেন।

চলতি বছর বাজি রুখতে রাজ্য পুলিশ ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি থানাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি গত বছর যে সকল এলাকাগুলিতে নিষিদ্ধ বাজি বেশি পরিমাণে ফাটানো হয়েছিল সেই সকল এলাকাগুলিতে আলাদা করে নজর দারি চালানোর কথাও বলা হয়েছে।