কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল, তাহলে কি নিজাম প্যালেসে হাজিরা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর যখন সরগরম রাজ্য, সেই সময় নতুন করে তলব করা হলো বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আগামীকাল অর্থাৎ সোমবার তার হাজিরা দেওয়ার দিন রয়েছে নিজাম প্যালেসে।

সিবিআইয়ের তলব পেয়ে একদিন আগেই অনুব্রত মণ্ডলকে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে দেখা দিল রবিবার দুপুর বেলা। জানা যাচ্ছে, তিনি কলকাতায় তার চিনার পার্ক ফ্ল্যাটে উঠবেন। যাওয়ার আগে নিজের প্রয়োজনীয় কাগজপত্র এবং ওষুধপত্র নিয়ে গিয়েছেন। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার আইনজীবীর সঙ্গেও তিনি কথা বলবেন।

সিবিআই এবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে তলব করেছে। সেই মতো তিনি রবিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও স্পষ্ট নয়, আগামীকাল তিনি হাজিরা দেবেন কিনা! রবিবার তার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া থেকেই শুরু হয়েছে এই ধোঁয়াশা। পাশাপাশি শোনা যাচ্ছে, চিকিৎসার কারণেই তিনি এদিন কলকাতায় রওনা দিয়েছেন।

বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা এই প্রথম সিবিআই তলব পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন এমন নয়। এর আগেও একাধিকবার তিনি বিভিন্ন মামলায় তোলো পাওয়ার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তবে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও একাধিক বার তাকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়াতে দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তার হাজিরা দেওয়া নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গাল হোসেন। দীর্ঘদিন ধরে তিনি সিবিআই হেফাজতে থাকার পর এখন জেল হেফাজতে রয়েছেন। এর পাশাপাশি দিন কয়েক আগেই জেলায় অভিযানে আসে ইডি এবং সিবিআই। তাদের তরফ থেকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানের বাড়িতে অভিযান চালানো হয়। এছাড়াও অভিযান চালানো হয় পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের বাড়িতে।