৩৮ তম বীরভূম জেলা বইমেলার হলো উদ্বোধন, উদ্বোধনে বিখ্যাত সাহিত্যিক

হিমাদ্রি মন্ডল : প্রত্যেক দু’বছর অন্তর অন্তর বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হয় বীরভূম জেলা বই মেলা। বই মেলা ঘিরে বই প্রেমীদের উন্মাদনা থাকে চরমে, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বইমেলায় বইপ্রেমীদের ভীড়। এ বছরের বইমেলায় বিভিন্ন প্রকাশনীর পক্ষ থেকে ১০৩ টি স্টলের আয়োজন করা হয়েছে। বইমেলা উদ্বোধনের পর স্টলগুলি ঘুরে দেখলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। সেখান থেকে সংগ্রহ করলেন বই।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। তাঁর হাত দিয়েই হলো উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শ্যাম সিং, সহকারী সভাধিপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

বীরভূমের সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে আয়োজিত এই বই মেলা চলবে ৭ দিন ধরে, ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।