মা অঙ্গনওয়াড়ি কর্মী, ছেলে পেলেন ২ কোটি টাকার চাকরি, বীরভূমের গর্ব বিশাখ

নিজস্ব প্রতিবেদন : ছেলের প্রতি ছোট থেকেই আশা ছিল কিছু একটা করে দেখাবে। তবে সেই আশা যে এই ভাবে পূরণ করে দিতে সক্ষম হবে বিশাখ, তা হয়তো কোনদিন ভেবে উঠতে পারেননি তার মা শিবানী দেবী। বিশাখ এক প্রকার চাঁদের টুকরো নিয়ে এসে হাজির মায়ের সামনে।

বিশাখের মা শিবানী দেবী ২০০৭ সাল থেকে ছেলেকে নিয়ে থাকতে শুরু করেন রামপুরহাটে। সেখানেই বিশাখের বড় হয়ে ওঠা। মা শিবানী মন্ডল সাধারণ একজন অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে ছেলের জন্য লড়াই শুরু করেন। সেই লড়াইয়ে তিনি এবার বড় সফলতা পেলেন।

বিশাখ মন্ডল ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করে। উচ্চমাধ্যমিকে সে দ্বাদশ স্থান অধিকার করেছিল রাজ্যে। এরপর কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হয় যাদবপুর ইউনিভার্সিটিতে।

বিশাখ মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাড়াও জয়ন্ত ভালো ফলাফল করতে সক্ষম হয়েছিল। মেধাবী ছাত্র হওয়ার দৌলতে বিশাখের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে স্কলার্শিপ। কলকাতায় থেকেই সে পড়াশোনা করতে শুরু করে। সেখানে থেকে পড়াশোনা করে মা ও নিজের লড়াইয়ের সফলতা পেল বিশাখ। প্রায় ২ কোটি টাকার চাকরির অফার এখন তার হাতে।

সম্প্রতি বিশাখের কাছে ফেসবুক থেকে একটি চাকরির অফার এসেছে যার জন্য তার বছরে বেতনের অফার রয়েছে ১ কোটি ৮৩ লক্ষ টাকা। ফেসবুক ছাড়াও একই ধরনের চাকরির অফার বিশাখের কাছে এসেছে গুগল থেকেও। সেখানেও তাকে বছরে ১ কোটি ৪০ লক্ষ টাকা অফার করা হয়েছে। দুটি চাকরির অফারের মধ্যে বিশাখ ফেসবুকে চাকরি বেছে নিতে পারে বলে জানিয়েছে। চাকরিতে যোগ দেওয়ার পর তার কর্মস্থল হবে লন্ডন। বীরভূমের রামপুরহাট শহরের মত জায়গা থেকে এই ধরনের চাকরি অর্জন করে বিশাখ এখন জেলার মুখ উজ্জ্বল করল।