কোচবিহারে কোন এলাকায় এগিয়ে বিজেপি, কোন এলাকায় তৃণমূল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত না হলেও ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তরফ থেকে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। দলের শীর্ষস্থানীয় নেতারা এবং ভোট কৌশলীরা ইতিমধ্যেই হিসাব কষতে শুরু করেছেন কোন এলাকায় কত আসন এবং কত ভোট আসতে পারে তাদের ঝুলিতে।

Advertisements

Advertisements

আর এই হিসাব কষার ক্ষেত্রে বাংলার বিধানসভা নির্বাচনে সবথেকে তাৎপর্য বহন করে আগের লোকসভা নির্বাচনের ফলাফল। অন্ততপক্ষে বিগত ১০ বছর ধরে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। যে ফলাফল দেখেই আনুমানিক একটা হিসাব করা যায় একটি লোকসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির বিধানসভা ভিত্তিক কত ভোট নিজেদের ঝুলিতে থাকতে পারে।

Advertisements

কোচবিহার লোকসভা কেন্দ্রে রয়েছে ৯টি বিধানসভা কেন্দ্র। যে ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ২০১৬ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। তবে এরপর ২০১৯ সাল থেকে এলাকার চেহারা বদলেছে। ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের গোস্বামী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। পাশাপাশি গত লোকসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। সেখানে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এই ৯টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাথে বিজেপির জমজমাট লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে কোন বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে

১) মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ২০ হাজার ৮৭৫ ভোটে।

২) কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ২৭ হাজার ২২৬ ভোটে।

৩) কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ৬০২১ ভোটে।

৪) শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৩০ ভোটে।

৫) সিতাই-এ তৃণমূল বিজেপির থেকে এগিয়ে রয়েছে ৩৪৬৬১ ভোটে।

৬) দিনহাটায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ১৫৫৩৯ ভোটে।

৭) নাটা বাড়িতে তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে রয়েছে ১৮৫২৫ ভোটে।

৮) তুফানগঞ্জে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ৭৪৮৬ ভোটে।

৯) মেখলিগঞ্জে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে ৪৭০৫ ভোটে।

Advertisements