নিজস্ব প্রতিবেদন : বর্তমান রাজনৈতিক সমীকরণে দার্জিলিং জেলার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এই জেলায় রয়েছে মোট ৬টি বিধানসভা। যেগুলি হলো কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া।
এই জেলায় ২০১৬ বিধানসভা নির্বাচনে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা। শিলিগুড়িতে জয়লাভ করেন বামফ্রন্ট প্রার্থী। ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া নকশালবাড়িতে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী। আবার দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালের উপ নির্বাচনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী। অন্যদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী। এই সকল কারণে এই জেলার সমীকরণ বেশ জটিল।
তবে এই সকল জটিল সমীকরণের মধ্যেই দার্জিলিং জেলায় নতুন সমীকরণ লক্ষ্য করা গেছে। অন্ততপক্ষে সম্প্রতি বিমল গুরুংয়ের প্রকাশ্যে আসা এবং রাজ্যের শাসক দল তৃণমূলের হাত ধরা। আর এসবের মাঝেই দেখে নেওয়া যাক ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী দার্জিলিং জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি তৃণমূল অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলি কোন কোন জায়গায় এগিয়ে ছিল।
২০১৯-এর লোকসভার ফলাফল
১) কালিম্পং : এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ৬২৫৭৫ ভোটে।
২) দার্জিলিং : বিজেপি তৃণমূলের থেকে ৮৫৮২৪ ভোটে এগিয়ে ছিল এই বিধানসভা কেন্দ্রে।
৩) কার্শিয়াং : ৮৭৫৯৭ ভোটে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি তৃণমূলের থেকে।
৪) মাটিগাড়া নকশালবাড়ি : এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ৯৮৮৯৮ ভোটে।
৫) শিলিগুড়ি : শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের তুলনায় এগিয়ে ছিল ৬৫৪৮৬ ভোটে।
৬) ফাঁসিদেওয়া : ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের তুলনায় এগিয়ে ছিল ৫৩২৬১ ভোটে।