টাকা না পেয়ে দুধ কুমারকে ঘিরে বিক্ষোভ বিজেপির, বীরভূম বিজেপিতে না থাকার ঘোষণা দুধের

পারিশ্রমিকের টাকা না পাওয়ায় ক্ষোভ নিচুস্তরের কর্মীদের, ক্ষোভ সামাল দিতে বীরভূম বিজেপিতে না থাকার ঘোষণা দুধকুমারের।

হিমাদ্রি মণ্ডল : লোকসভা ভোট শেষ হয়েছে চার মাস আগে, দিল্লিতে সরকার গড়েছে বিজেপি। রাজ্যস্তরের তৃণমূলের নেতাকর্মীদের কাটমানি নিয়ে যখন বিক্ষোভ চলছে তখন প্রায় একই কায়দায় টাকার জন্যই বিক্ষোভ ছড়িয়ে পড়লো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলের বাড়িতে।

আজ দুপুর থেকে রামপুরহাটের প্রায় ৫০ জন বুথ কর্মী এবং বুথ সভাপতিরা আসেন দুধকুমারের বাড়িতে। সেখানে তারা দুধকুমারকে ঘিরে বিক্ষোভ দেখান।

চার মাস পেরিয়ে গেলেও দেওয়াল লিখন ও প্রচারের ক্ষেত্রে যে সমস্ত টাকা ধার করে ভোটের কাজে লাগিয়েছেন সেই টাকা কেন তারা পাননি, এই দাবি জানালে দুধকুমার মন্ডল স্পষ্ট জানিয়ে দেন, “ভোটের জন্য যে টাকা এসেছিল তার সবই খরচ হয়ে গেছে, বাকি টাকা জেলা নেতারা দেবেন।” যদিও জেলা নেতারা অনেক আগেই তাদের জানিয়েছিলেন টাকা দেবেন প্রার্থী নিজেই। বুথ কর্মীদের কাছ থেকে এ কথা শোনার পর রেগে যান দুধকুমার মন্ডল। বুথের কর্মীদের বাড়িতে ডেকে তিনি জানিয়ে দেন, তিনি বিজেপিতে থাকলেও বীরভূম বিজেপির সঙ্গে তার আর কোনো সংস্পর্শ থাকবে না। এমনকি জেলা কার্যালয়েও আর তিনি যাবেন না। ফলে ভোটের টাকা কাণ্ডে বিজেপির জেলা নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ল দুধ কুমারের বলাই বাহুল্য।

যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি হননি বিগত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।