প্রথম চার দফা ভোটের ফলাফল নিয়ে কি বলছে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ৮ দফায় ভোট গ্রহণ হবে এমনটাই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই চার দফা ভোটগ্রহণ হয়ে গেছে। আর এই চার দফা ভোটে কত আসন আসতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। আর এই চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ আভ্যন্তরীণ সমীক্ষা থেকে উঠে এসেছে বিজেপি কতগুলি আসন পেতে পারে।

ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলে ১৩৫টি আসনে ভোট হয়েছে। আর এই সকল আসনের পরিসংখ্যান তৈরি করার জন্য বিজেপির রাজ্য নেতৃত্বে তরফ থেকে বুধ ভিত্তিক সমীক্ষা চালানোর জন্য যে ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্ম রাজ্য নেতৃত্বের কাছে আসার পর তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। প্রাথমিক পর্যালোচনায় পর ভালো ফলাফলের আশা করছে গেরুয়া শিবির।

বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “প্রথম চার দফায় যে ১৩৫টি আসনে নির্বাচন হয়েছে সেই সকল আসনগুলি থেকে ৯০ থেকে ১০০টি আসন আমরা পাবো। অন্ততপক্ষে প্রাথমিক রিপোর্টে এমনটাই উঠে আসছে।” তবে এই সকল দাবী দাওয়াকে শাসকদল তৃণমূল কেবলমাত্র মাইন্ড গেম বলেই দাবি করেছে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বঙ্গ ভোটে প্রচারে এসেও এমনটাই দাবি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই একটি জনসভার ঘোষণা করে দিয়েছেন, “চার দফা নির্বাচনে বিজেপি বাংলায় সেঞ্চুরি পার করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলা থেকেও একই রকম দাবি শোনা যাচ্ছে বারংবার।

[aaroporuntag]
এখনো পর্যন্ত যে ১৩৫টি আসনে নির্বাচন হয়েছে সেই সকল আসনের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের ৫টি এবং কোচবিহারের ৯টি আসন রয়েছে। এই সকল কেন্দ্রগুলিতে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির ফলাফল ধরে রেখেছে বলেই দাবি বিজেপির। পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও আশানুরূপ ফল হবে বলে দাবি রাজ্য নেতাদের।