তৃণমূলের পাল্টা লঞ্চ হলো বিজেপির নয়া গান, রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : যুগের সাথে তাল মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে প্রচারে নামছে দেখা যাচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতা ছাড়াও বামেদের ‘টুম্পা সোনা’ গানে প্রচার করতে দেখা গেল ব্রিগেড সমাবেশের। একই রকম গেরুয়া শিবিরও ভোটের প্রচারে বেছে নিলো সেই গানকেই।

বিধানসভা নির্বাচনের আগে শনিবার তৃণমূলের তরফ থেকে স্লোগান তোলা হয়, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আর এর ঠিক কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের থেকে এলো জম্পেশ মিউজিকে ভরা ইতালিয় গান ‘বেলা চাও’ এর আদলে নতুন স্লোগান বা নতুন গান।

বিজেপির এই নতুন গান বা স্লোগানের মূল কথা হলো, ‘পিসি যাও যাও যাও’। বিজেপির অমিত মালব্যের তরফ থেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দেওয়ালের মধ্যে বাংলার বিভিন্ন স্থাপত্যের ব্ল্যাক স্কেচ ফুটে উঠতে। আর তার সাথে সাথেই ভেসে আসছে বিজেপির এই নতুন গানের কথা। শিল্প থেকে চাকরি, দুর্নীতি সবই তুলে ধরা হয়েছে গানের কলিতে।

[aaroporuntag]
বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্লোগানের ক্ষেত্রে অভিনবত্ব লক্ষ্য করা যাচ্ছে। শাসক দল তৃণমূল যখন ‘খেলা হবে’ স্লোগানে মাতছেন, ঠিক তখনই আবার বামেদের দেখা যাচ্ছে ‘টুম্পা সোনা’ গানের আদলে প্রচার করতে। ঠিক একইভাবে গেরুয়া শিবিরকে দেখা যাচ্ছে ‘পিসি যাও যাও যাও’ গান বানাতে। আর এই রাজনৈতিক দলগুলির পরপর গানের তরজায় বেশ মজেছেন বাঙালিরা।