তৈরি হলো বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট টিম, গুরুত্বপূর্ণ ভূমিকায় অনুপম হাজরা

নিজস্ব প্রতিবেদন : বাংলার যুবা বিজেপি নেতা অনুপম হাজরা ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন। কেন্দ্রীয় নেতারা তার উপর ভরসা করে তাকে দিয়েছেন কেন্দ্রীয় সম্পাদকের পদ। আর এবারও সেই ভরসা অটুট রেখে তিনি বাংলার বিধানসভা নির্বাচনের আগে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করলেন।

একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করে বিজেপির তরফ থেকে নানান সাংগঠনিক পরিবর্তনের পাশাপাশি নতুন নতুন কমিটি গঠন করা হচ্ছে। আর এই সকল কমিটি গঠনের পাশাপাশি এবার বিজেপি তৈরি করল ইলেকশন ম্যানেজমেন্ট টিম। আর সেই ম্যানেজমেন্ট টিমে বিজেপি নেতা অনুপম হাজরা দুটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

বিজেপির তরফ থেকে প্রকাশ করা এই নতুন কমিটির সদস্যদের তালিকায় অনুপম হাজরার নাম রয়েছে ইস্তেহার কমিটির ইনচার্জ হিসেবে। একইভাবে তাকে দ্বিতীয় যে পদটি দেওয়া হয়েছে সেটি হল সামাজিক এবং ধার্মিক সংগঠনগুলির সাথে যোগাযোগ অর্থাৎ অরাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের ইনচার্জ হিসেবে। পাশাপাশি এই ইস্তেহার কমিটির কো ইনচার্জ করা হয়েছে ডাঃ সুভাষ সরকারকে।