জামিনে মুক্ত রাজ্য যুব মোর্চার সহ সভাপতি, বিধানসভা ১১-০ হবে, জানালেন বিজেপি জেলা সভাপতি

হিমাদ্রি মণ্ডল : সেপ্টেম্বর মাসে নলহাটির নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন বিজেপির রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি ধ্রুব সাহা। এরপর শুক্রবার সন্ধ্যায় তিনি জেল থেকে জামিনে মুক্তি পেলেন। জামিনে মুক্তি পাওয়ার পর বীরভূম জেলা বিজেপি তাঁকে রাজকীয় ভাবে বরণ করে নেন। ঢাকঢোল পিটিয়ে সিউড়ী শহর পরিক্রমা করানো হয়। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল ধ্রুব সাহার গ্রেপ্তার ও মুক্তি প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে আক্রমণ করেন।

বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “গত তিনমাসে বীরভূম জেলায় বিজেপিকে রুখতে পুলিশ মিথ্যা মামলায় তৃণমূলের নির্দেশে বলিষ্ঠ কার্যকর্তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা সৎপথে চলে অতনু চ্যাটার্জি ও ধ্রুব সাহাকে জামিনে মুক্ত করতে পেরেছি। কিন্তু এখানেও চলে নাটক, দুপুর তিনটের সময় জামিন পেয়ে গেলেও নাটক করে এত রাতে ছাড়া হল।”

এছাড়াও ধ্রুব সাহা মুক্তি পাওয়ার পর বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল তৃণমূলকে আক্রমণ করে বলেন, “কাটমানির রাজা তৃণমূল, লুট করার রাজা তৃণমূল, পাথর, কয়লা, বালির তোলাবাজ তৃণমূল। এখন যদি হাইওয়েতে যান তাহলে দেখতে পাবেন হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। রাতের বেলাতেও সেখানে প্রতিনিয়ত তোলাবাজি চলছে। এছাড়াও তিনি জানান আগামী বিধানসভায় বীরভূম জেলায় ১১-০ রেজাল্ট হবে।”

প্রসঙ্গত, বিজেপির রাজ্য যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে পুরাতন ১৫ টি মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।