বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি নেতা দুধকুমার মন্ডল

হিমাদ্রি মন্ডল : গতকাল রাতে মোটর বাইকে করে নিজের বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হন বিগত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল। গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, গতকাল বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল কলকাতায়। সেই সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বীরভূম থেকে দুধ কুমার মন্ডল গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় তিনি প্রথমে সাঁইথিয়া স্টেশনে নামেন এবং সেখান থেকে মোটর বাইকে করে নিজের বাড়ি কোটাসুর ফিরছিলেন। মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় পুকুরপাড় এলাকায় একটি ট্রাকের সাথে তাঁর ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসেন সিউড়ি সুপার স্পেশালিটিতে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, দুধ কুমার মন্ডলের বুকে, কলারবোনে এবং পায়ে আঘাত রয়েছে। রাতভর হাসপাতালে দুধকুমার মন্ডলের নানান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল।

রাতে জেলার বিভিন্ন বিজেপির নেতানেত্রীরা ছুটে আসেন দুধ কুমার মন্ডলকে দেখতে। সিউড়ি সুপার স্পেশালিটি থেকে কলকাতার বড় কোন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনাও রয়েছে বিজেপি নেতৃত্বের মধ্যে। তবে হঠাৎ করে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বিজেপি নেতাদের মধ্যে।