কলকাতায় শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজন নাড্ডার, থাকছে এঁচোড়ের তরকারি সহ ১০ পদ

নিজস্ব প্রতিবেদন : দলীয় কর্মসূচি নিয়ে বুধবার রাতেই কলকাতায় পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার তার একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায়। আর এই সকল কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ভোটের আগে জনসংযোগ বাড়াতে শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি গৌরীপুরের জুট মিলের এক শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। ওই জুট মিলের শ্রমিক বিজেপির বুথ সভাপতি দেবনাথ যাদবের বাড়ি তিনি পৌঁছাবেন দুপুর ১টা ১০ নাগাদ। দেবনাথ বাবু আগে ওই জুট মিলের শ্রমিক ছিলেন। পরে ওই জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় তিনি বর্তমানে হুকুমচাঁদ পাটকলের একজন কর্মী।

কি রয়েছে জেপি নাড্ডার মধ্যাহ্নভোজনের মেনুতে?

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সম্পূর্ণ নিরামিষাশী। যে কারণে তিনি যতবার এরাজ্যে এসেছেন তার খাবারের ক্ষেত্রে নিরামিষের দিকটিকে বারংবার বিচার করা হয়েছে। আর সেই কথা মাথায় রেখেই এবারের খাবারের মেনুতে যা রয়েছে তার সম্পর্কে বিজেপি সূত্রে জানা গিয়েছে, মেনুতে থাকে সাধারণ ভাত, ডাল, আলুভাজা, বেগুনভাজা, করলাভাজা, পনিরের তরকারি, এঁচোড়ের তরকারি, ক্ষির, পাঁপড় এবং চাটনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে নতুন কর্মসূচি হিসেবে চালু করা হচ্ছে ‘লক্ষ্য সোনার বাংলা’। এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি সরাসরি সাধারণ মানুষের মতামত বা পরামর্শ গ্রহণ করবে। আর আমজনতার সেই পরামর্শ বা মতামত নিয়েই বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করবে বিজেপি।

[aaroporuntag]
তবে বিজেপির কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে জনসংযোগ বাড়ানোর জন্য রাজ্যে পা রেখে বারংবার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাড়িতে মধ্যাহ্নভোজন সারা হলেও তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কটাক্ষ করতেও ছাড়া হচ্ছে না। কখনো তারা তাদের ‘পেটুক’, কখনো আবার নাড্ডাকে ‘পেটুক জামাই’ বলেও কটাক্ষ করেছেন। আর এসবের পরে খাওয়া-দাওয়া নিয়েও জমে উঠেছে বঙ্গ রাজনীতি।