বিজেপি কর্মীরা ঘর ছাড়া, পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি

হিমাদ্রি মন্ডল : জেলাজুড়ে ঘরছাড়া অজস্র বিজেপি কর্মী। লোকসভা ভোটের পর থেকে রাজনৈতিক সন্ত্রাসের উত্তপ্ত হয় বীরভূম, বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত বিজেপি, অভিযোগ এমনটাই। বীরভূমের বহু গ্রাম লোকসভা ভোট পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তে লিপ্ত হয় রাজনৈতিক হিংসা, মারামারি, বোমাবাজির মতো ঘটনায়। কখনো নাম জড়িয়েছে তৃণমূলের আবার কখনো বিজেপির।

তবে তৃণমূলের তরফ থেকে সেভাবে অভিযোগ তোলা না হলেও, বিজেপির অভিযোগ বিস্তর। বিজেপির অভিযোগ , বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। বহু বিজেপি কর্মীর নামে এফআইআর করা হয়েছে। তাদের অনেকেই গ্রেফতারি এড়াতে ঘরছাড়া। বাড়িতে ফিরলেই পুলিশ গ্রেপ্তার করতে পারে এই ভেবে বাড়ি ফিরতে পারছে না তারা।

কিন্তু বর্ষার মৌসুমে বাড়ি না ফিরলে চাষবাস লাটে উঠবে, সারা বছরের খাবার জোগান হবে না তাদের। আর সে কারণেই দিন ১৫ আগে জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল। তাতেও তেমন কোন কাজ না হওয়ায় আজ পুলিশ সুপার শ্যাম সিংয়ের সঙ্গে দেখা করলেন বিজেপি জেলা সভাপতি। তুলে দিলেন ঘরছাড়া কর্মীদের নামের তালিকা।

বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন চাষের কাজ যারা করতে পারছেন না তারা বাড়ি আসতে পারে, কোন সমস্যা হবে না।