বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, থানা ঘেরাও পাঁড়ুইয়ে

নিজস্ব প্রতিবেদন : পাঁড়ুই থানার অন্তর্গত বিজেপি কর্মীদের নানান মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অবিলম্বে সেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই মর্মে সোমবার বিকাল বেলায় পাঁড়ুই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। মোট ৮ দফা দাবি নিয়ে তারা পাঁড়ুই থানা ঘেরাও করে।

বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল। শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সোমবার বিকালে বিক্ষোভ দেখায় পাঁড়ুই থানার সামনে। পাশাপাশি তারা একটি স্মারকলিপি জমা দেয়। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে পাঁড়ুই থানার সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে নলহাটি থানার পুলিশ গ্রেপ্তার করে রাজ্য বিজেপি মোর্চার সহ-সভাপতি ধ্রুব সাহাকে। তার দুদিন পরেই আবার মল্লারপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে বীরভূম জেলা বিজেপি সম্পাদক অতনু চ্যাটার্জীকে। তারা দুজনেই গত সপ্তাহে জামিনে মুক্তি পায়। এই দুই বিজেপি নেতার গ্রেপ্তার প্রসঙ্গে গেরুয়া শিবিরের অভিযোগ মিথ্যা মামলায় তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ শাসকদলের অঙ্গুলিহেলনে।