‘খেলা শেষ’, ভোট শেষের আগেই ফল ঘোষণা দিলীপের

নিজস্ব প্রতিবেদন : ভোটের ফলাফল তো দূরের কথা সবেমাত্র ষষ্ঠ দফা ভোট গ্রহণ হয়েছে। এখনো বাকি রয়েছে দু’দফা ভোট গ্রহণ। আর শেষ এই দু’দফা ভোটে রাজ্যের ৭১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তবে সে যাইহোক ভোটের ফলাফল বের হওয়ার আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগাম ফল ঘোষণা করে দিলেন। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার একটি টুইট করেন এবং তাতে একটি ফুটবল ও ফুটবল গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি পোস্ট করেন। যেখানে উপরে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের উল্লেখ রয়েছে। লেখা রয়েছে ‘BJP WIN, TMC LOST’। আবার ওই ছবিতেই বড় বড় করে লেখা রয়েছে ‘খেলা শেষ’। আর এই নিয়ে ইতিমধ্যেই সমালোচক এবং তৃণমূল অনুরাগীরা দিলীপ ঘোষকে জ্যোতিষী বলে কটাক্ষ করেছেন। তাদের বক্তব্য, ‘গণনা হলো না অথচ তার আগেই দিলীপ ঘোষ ফলাফল জেনে গেলেন!’

তবে সমালোচকরা যাই বলুক না কেন দিলীপ ঘোষের এহেন পোস্ট বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। অন্যদিকে রেজাল্টের দিন অর্থাৎ ২ মে নিয়ে আশাবাদী তৃণমূল-বিজেপি উভয় পক্ষই। তৃণমূল বিজেপি ছাড়াও সরকার গঠন করার বিষয়ে আশাবাদী সংযুক্ত মোর্চা। ওই দিনই বোঝা যাবে বাংলার মসনদে কে বসবে ভোট বাক্স খোলার পর।

[aaroporuntag]
প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচন শুরু হওয়ার প্রথম দফা থেকেই বিজেপির তরফ থেকে দফায় দফায় নিজেদের আসন সংখ্যা প্রকাশ করা হচ্ছে। আর দফায় দফায় এই আসন সংখ্যা প্রকাশ করার সাথে সাথে বিজেপি নেতাদের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলার মসনদে তারাই বসতে চলেছে। আর এই পরিস্থিতিতে যখন এখনো দু’দফা নির্বাচন বাকি রয়েছে সেই সময় দিলীপ ঘোষের এহেন পোস্ট ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে।