বীরভূমে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হবে রোড শো

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ জয় করতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা পা রাখছেন বাংলায়। আর এরই মাঝে বিজেপি সূত্রে খবর ফের বাংলায় আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Advertisements

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় পা রেখেই বীরভূমে আসতে চলেছেন। বীরভূমে তিনি রাজ্যের শীর্ষ স্থানীয় সাথে সাংগঠনিক বৈঠক করবেন এবং একটি রোড শো করবেন। এমনটাই জানা গিয়েছে বিজেপি এবং সর্বভারতীয় সংবাদমাধ্যমে এএনআই সূত্রে। আর বীরভূমের তার আসার দিনক্ষণ সম্পর্কে জানা গিয়েছে, জানুয়ারি মাসের ৯ তারিখ তিনি বীরভূমে পা রাখতে চলেছেন।

Advertisements

বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে যেমন বাংলায় ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে ঠিক তেমনি তাদের একাধিকবার পা রাখতে দেখা গিয়েছে বীরভূমের মাটিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিসেম্বর মাসের ২০ তারিখ বোলপুরে আসেন এবং রোড শো করেন। ঠিক একইভাবে মনে করা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হয়তো বোলপুরেই আসতে চলেছেন। যদিও স্থান নিয়ে এখনো নিশ্চিত বার্তা মেলেনি বিজেপির তরফ থেকে।

Advertisements

অন্যদিকে বিজেপির পাল্টা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ ডিসেম্বর বোলপুরে পদযাত্রা করেন। আর এই শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির একাধিক কর্মসূচি ও পাল্টা কর্মসূচিতে সরগরম হচ্ছে বীরভূমের রাজনীতি।

Advertisements