বিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, প্রতিবাদ মিছিল

হিমাদ্রি মন্ডল : চলতি সপ্তাহে পর পর দুজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে বীরভূম পুলিশ। প্রথমজন হলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি ধ্রুবো সাহা, যিনি পুরাতন বেশ কয়েকটি মামলার জেড়ে গত রবিবার এবং একইভাবে পুরাতন মামলার জেড়ে মঙ্গলবার গ্রেফতার হন আরও এক বিজেপি নেতা জেলা সম্পাদক অতনু চ্যাটার্জী। আর এই ঘটনার পরেই জেলা বিজেপির নেমে পড়ে বিক্ষোভ মিছিলে, থানা ঘেরাও কর্মসূচিতে।

বিজেপির জেলা সম্পাদক অতনু চ্যাটার্জী গ্রেপ্তার হওয়ার পর আজ সকালেই বিজেপি কর্মীরা মল্লারপুর থানা ঘেরাও করে। থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন। পরে বেলা বাড়ার সাথে সাথে সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয় থেকে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত বের হয় একটি প্রতিবাদ মিছিল।

সিউড়ির বিজেপির দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিজেপির বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এবং প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। মিছিল শেষে জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূল যে কাজটি করতে পারছেনা সে কাজটি পুলিশকে দিয়ে করাচ্ছে।”

তিনি আরও বলেন, “বীরভূম জেলার পুলিশ প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়েছে। বিজেপিকে কিভাবে ঢুকানো যায়, বিজেপিকে কিভাবে রোখা যায় তা নিয়েই উঠে পড়ে লেগেছে পুলিশ। কিন্তু বিজেপির সর্বভারতীয় জাতীয়তাবাদী দল, আমাদের এভাবে রোখা যাবে না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। তাতে যদি আমাদের সমস্ত কর্মীদের জেলে ঢুকতে হয়, আমরা রাজি আছি। পুলিশকে আবেদন করব পুলিশ মানবিক হোক।”

তিনি অতনু চ্যাটার্জির গ্রেপ্তার হওয়া প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেন, “পুলিশ যেভাবে আমাদের নেতা অতনু চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে, সেরকম ভাবে পুলিশ দুষ্কৃতীদের বাড়িতে গিয়ে তাদের গ্রেপ্তার করার ক্ষমতা নেই। তারা সবাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশে জায়গায় নিশ্চুপ।”

অন্যদিকে মল্লারপুর থানা ঘেরাও করে ময়ূরেশ্বর ১ নং ব্লকের বিজেপির মন্ডল সভাপতি মানুষ ব্যানার্জি পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখে ক্ষোভ উগরে দেন। তিনি পুলিশকে আক্রমণ করে বলেন, “পুলিশ দিনের পর দিন বিজেপি কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।”

বিজেপির তরফ থেকে আরও জানানো হয়, বিজেপি নেতাকর্মীদের এইভাবে গ্রেফতারের প্রতিবাদে আজ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল হবে।