নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপির পথ অবরোধ

হিমাদ্রি মন্ডল : সিউড়ি এসপি অফিসের সামনের বিজেপির ধরনা মঞ্চ থেকে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে আজ সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশের তরফ থেকে জানানো হয়, ধর্ণা মঞ্চের এলাকায় রয়েছে ১৪৪ ধারা।

ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা কিছুক্ষণের মধ্যেই সিউড়ি বাসস্ট্যান্ডে পথ অবরোধ শুরু করে। বিজেপির এই পথ অবরোধের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি।

বিজেপির এই পথ অবরোধকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে বাসষ্ট্যান্ড এলাকায়

বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ চূড়ান্ত হুঁশিয়ারি দেয় বিজেপি কর্মীদের। পাশাপাশি অফিসের তরফ থেকে মোতায়েন করা হয় জলকামান। মাইকিং করে অবরোধকারীদের পথ অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি গ্রেপ্তার হওয়া বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এরপর বিজেপি কর্মীরা নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের পথ অবরোধ তুলে নেয়। তবে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানান, বিকালের মধ্যে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে বড়োসড়ো আন্দোলন হবে বীরভূমে।