নিজস্ব প্রতিবেদন : সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে চরম তৎপরতা রাজনৈতিক দলগুলির মধ্যে। তৃণমূল যেমন রাজ্যের শাসনভার নিজেদের ঝুলিতে রেখে হ্যাটট্রিক করতে চাইছে, ঠিক তেমনি বিজেপি তৃণমূলকে সরিয়ে সরকারে আসতে চাইছে। তবে বিজেপি তৃণমূলকে সরিয়ে সরকারে আসতে চাইলেও আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের মুখকে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা এখনো তারা সামনে আনেন নি।
পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে নিয়ে চিন্তা করছে বিজেপি তা বিজেপির তরফ থেকে সামনে আনা না হলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা। আর এমত অবস্থাতেই C-Voter নামের একটি সংস্থার সমীক্ষায় উঠে আসছে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলে লাভবান হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে শারীরিক সমস্যায় ভুগছেন। এমনকি তিনি বিজেপিতে যোগও দেননি। তা সত্ত্বেও এই নামটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বারংবার উঠে এসেছে বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য নেতাদের সামনে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় তথা বিজেপির তরফ থেকে এবিষয়ে কিছু বলা হয়নি।
আর যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতো বা হন তাহলে সমীক্ষা বলছে ৪৮% মানুষ মনে করছেন বিজেপি লাভবান হবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই ৩৩% মানুষ মনে করছেন বাড়তি কোনো সুবিধা পেতো না বা পাবে না। ১৯% মানুষ কিছু জানাতে পারবেন না বলে জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী : সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পরেই তিনি শাসক দল অর্থাৎ তার পুরাতন দল তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আক্রমন শানাচ্ছেন।
এমত অবস্থায় ৪৬ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার কারনে তৃণমূল ধাক্কা খাবে। যদিও ৩৫ শতাংশ মানুষ মনে করছেন কোন তফাৎ হবে না। বাকিরা কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। আবার একই সাথে সাথে ১২ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা উচিত, তাতে বিজেপির লাভ হবে। এমনটাই উঠে এসেছে সি ভোটার সমীক্ষায়।
দিলীপ ঘোষ : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ধারাবাহিকভাবে পরপর নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছেন। তার জনপ্রিয়তাও এখন বাংলায় কম নয়। এমত অবস্থায় সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে ১৫% মানুষ মনে করছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বাছা হলে বিজেপির লাভ হবে।
তবে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় আরও একাধিক নাম রয়েছে বলেও জানা গিয়েছে সূত্র মারফৎ। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসে বারংবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে বাংলার কোন ভূমিপুত্রই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।