‘তৃণমূলের শেষের শুরু, অনেক নেতাই পদত্যাগ করবেন’, শুভেন্দু প্রসঙ্গে দিলীপ ঘোষ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেও এখনো তিনি তৃণমূলেরই সদস্য এবং তৃণমূলেরই একজন বিধায়ক, এমনটাই জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। কিন্তু এই দাবি-দাওয়ার মাঝেই শুক্রবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগুনে আরও একটু ঘি ঢেলে দাবি করলেন, ‘তৃণমূলের শেষের শুরু, অনেক নেতাই পদত্যাগ করবেন’।

Advertisements

বৃহস্পতিবার বনগাঁ-এর গোপালনগরের সভা থেকে ফেরার পথে দিলীপ ঘোষ জানান, “শুভেন্দু বাবু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এটা একেবারে অভাবিত নয়। পরিস্থিতি যে দিকে যাচ্ছিল তাতে যা মনে হয়েছিল সেটা তিনি করেছেন। শুভেন্দু বাবু বলে কথা নয়, টিএমসি থেকে অনেক নেতাই এই ভাবে চলে আসবেন। কয়েকজন এমএলএ, এমপি চলে এসেছেন। বাকি নেতারাও চলে আসবেন। কারণ ওই পার্টিতে কোন ভদ্রলোক থাকতে পারে না। কারণ ওই পার্টিতে কোনো গণতন্ত্র নেই, স্বাধীনতা সম্মান নেই। তাই যারা পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য লড়াই করতে চান, তারা আসুন। আমরা তাদের যোগ্য সম্মান দেবো। এটা ওনাদের পার্টির ব্যাপার, উনারা কি করবেন তা ওনাদের সিদ্ধান্ত। তবে এটা বলে দিচ্ছে যে তৃণমূলের শেষের শুরু হয়ে গেল।”

Advertisements

দিলীপ ঘোষের এই দাবির পাশাপাশি শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের পর বেশ কিছু তৃণমূল বিধায়ক দল ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে যে সকল তৃণমূল বিধায়কের নাম তুলে ধরা হচ্ছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন উত্তর কাঁথির বনশ্রী মাইতি, খেজুরির রঞ্জিত মন্ডল, নন্দকুমারের সুকুমার দে, পাঁশকুড়ার ফিরোজা বিবি, ময়নার সংগ্রাম দোলুই।

Advertisements

যদিও শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও এখনো তিনি তৃণমূল দলে রয়েছেনই। এ বিষয়ে তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায় জানিয়েছেন, “উনি উনার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে। কিন্তু উনি তো এখনো পার্টিতেই আছেন। এখনো আলোচনার রাস্তা বজায় থাকবে।”

তবে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া ছাড়াও একের পর এক প্রশাসনিক পদ ছেড়ে দেওয়া এবং দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতাদের মন্তব্যে শুভেন্দু অধিকারীর আগামী দিনের পথ নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে তিনি কি তাহলে এবার বিজেপির দিকে? যদিও এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি।

Advertisements