‘আমরা খেলবো, তৃণমূল দেখবে’, ‘খেলা হবে’-র পাল্টা দিলীপ ঘোষ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক নির্বাচনের মতো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। তবে বুধবার এই স্লোগানের পাল্টা দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা খেলবো, তৃণমূল দেখবে’।

Advertisements

Advertisements

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার খড়্গপুরে প্রাতঃভ্রমণে বের হন। যার পরেই তিনি চা চক্রে যোগ দেন। আর সেখান থেকেই দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’-এর পাল্টা দিতে গিয়ে বলেন, “তৃণমূলের সমস্ত প্লেয়ার তো এখন আমাদের দলে। ওরা কিভাবে খেলা দেখাবে? এবার শুধু আমরা খেলা দেখাবো আর ওরা গ্যালারিতে বসে দেখবে।”

Advertisements

এর পাশাপাশি দিলীপ ঘোষ অন্যান্য দিনের মতোই এদিন শাসকদল তৃণমূলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে এবং রাজ্যের একাধিক ইস্যুর বিরুদ্ধে সুর চড়ান। পাশাপাশি তিনি তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দেন, ‘একুশে আমরাই ক্ষমতায় আসবো’।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নির্বাচনের আগে এই ‘খেলা হবে’ স্লোগান তোলার পর তা এখন রাজ্য রাজনীতিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি এই স্লোগান নিয়ে গান বানাতেও দেখা গিয়েছে তৃণমূলকে। আবার অন্যদিকে এই স্লোগানের পাল্টা হিসেবে বিজেপি নেতা কর্মীদের একাধিক মিছিল-মিটিং থেকে ‘খেলা হবে’ স্লোগান তুলতে দেখা যাচ্ছে।

সম্প্রতি নলহাটিতে বিজেপি কর্মীরা এই স্লোগানকে কেন্দ্র করে আবার একটি গান ও বানিয়েছেন এবং তাতে তাদের নাচতেও দেখা গিয়েছে। যদিও বিজেপি কর্মীদের এই গান তৃণমূলের ঠিক বিপরীত। যেখানে বিজেপি কর্মীদের গানের সুরে বলতে দেখা যাচ্ছে, ‘খেলা হবে, খেলা হবে, ২০২১-এ গেরুয়া আবির খেলা হবে।’

Advertisements