কোথাও পুড়ছে তৃণমূল, কোথাও বিজেপির পতাকা, ভোটের আগে পারদ চড়ছে বীরভূমে

হিমাদ্রি মণ্ডল ও লাল্টু : ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে বীরভূমে। মূলত রাজনৈতিক উত্তাপ বাড়ছে তৃণমূল-বিজেপি কাজিয়া পরিস্থিতির কারণেই। একাধিক জায়গায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন দলীয় পতাকা পোড়ানো এবং দলীয় অফিসে ভাঙচুরে। ঠিক একই ঘটনা ঘটলো সোমবার। বীরভূমের দু’জায়গায় তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে তাদের পতাকা পুড়িয়ে দেওয়া এবং হুমকি দেওয়ার।

প্রথম ঘটনা ঘটে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর গ্রামের হাটটিকড়া গ্রামে। যেখানে তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তাদের অস্থায়ী কার্যালয়ে আগুন এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার। অন্যদিকে দ্বিতীয় ঘটনা দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুরে। যেখানে বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার এবং হুমকি দেওয়ার।

সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁড়ুই থানা এলাকার অবিনাশপুর গ্রামের হাটটিকড়া গ্রামে থাকা একটি অস্থায়ী তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠলো। পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা এবং অন্যান্য প্রচার সামগ্রী ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পৌঁছালে তারা মূলত বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছেন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁড়ুই থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাপালং গ্রামে রাতের অন্ধকারে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তীর মূলত তৃণমূলের দিকে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল এই পতাকা টাঙ্গানো হয়েছিল। যার পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসকল পতাকা পুড়িয়ে দেয় এবং বিজেপি কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে যায়।

[aaroporuntag]
বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “বিজেপি এখন এটা চাল চালছে। নিজেরাই নিজেদের পতাকা পুড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।”