নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন

অমরনাথ দত্ত : আবারও উত্তপ্ত বীরভূমের নানুর। এবার তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটলো বীরভূমের নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামে। ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

গত সপ্তাহেই বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই। সেই বিজেপি কর্মীর মৃত্যু হয় রবিবার সন্ধ্যায়। মৃত্যুর আগে তিনি জবানবন্দিতে জানিয়ে গিয়েছিলেন তৃণমূলের লোকেরাই তার ওপর আক্রমণ চালিয়েছিল। ঘটনার রেশ এখনও কাটেনি, ঘটনার প্রতিবাদে বিজেপির লাগাদার ধর্ণা কর্মসূচি চলছে সিউড়ীতে অবস্থিত বীরভূম জেলা পুলিশ সুপার অফিসের সামনে। এরই মাঝে আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের নানুরে মোহনপুর গ্রামে।

জানা গিয়েছে, এই গ্রামেও দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ঘটনার পর রাতে মোহনপুরের এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে ওই তৃণমূল কর্মী এবং তার পরিবার। যদিও ওই বাড়িতে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে।

তৃণমূল কর্মীদের অভিযোগ, “কাল আমরা ওই বাড়িতে গেলে আমাদের মারধর করে সরিয়ে দেওয়া হয় ওখান থেকে, পরে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনা ঘটিয়েছে বিজেপির লোকেরা।”

অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি, “এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্কই নেই। তৃণমূল কর্মীরা তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইকে বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে। এই এলাকায় বিজেপির শক্তি দিন দিন বাড়ছে, সে কারণেই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই তৃণমূলের এই চক্রান্ত।”

বাড়িতে আগুন লাগানোর ঘটনায় নানুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে দোষীদের খুঁজতে।