মুক্তি নগরে বিজেপি কর্মীদের উপর চড়াও তৃণমূল, পাল্টা বিজেপি

লাল্টু : দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের মুক্তিনগর গ্রামে শুক্রবার রাতে হঠাৎ করে তৃণমূল আশ্রিত এক-দেড়শ দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। চড়াও হয়ে এলাকায় বোমাবাজি এবং এলাকার বাসিন্দাদের হুমকি দেওয়ার পাশাপাশি মহিলাদের উপর অত্যাচার করা হয় বলেও অভিযোগ। আর এই পরিস্থিতির মোকাবিলায় এলাকার বাসিন্দারা একজোট হয়ে পাল্টা ওই দুষ্কৃতীদের তাড়া করে। যে ঘটনায় দুষ্কৃতীদের অজস্র বাইক ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয়।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোটের পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় এসে হুমকি দিচ্ছে। এরপর গতকাল রাতে গ্রামে চড়াও হয়ে মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করলে পাল্টা ওই গ্রামের বাসিন্দারা দুষ্কৃতীদের তাড়া করে। গ্রামবাসীদের কাছে তাড়া খেয়ে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। কিন্তু তারা পালিয়ে গেলেও তাদের বাইকগুলি নিয়ে যেতে সক্ষম হয়নি। আর এই পরিস্থিতিতে গ্রামের বাসিন্দারা ওই সকল বাইকগুলি ভাঙচুর করে এবং একাধিক দুষ্কৃতীকে বেধড়ক মারধর করে।

সূত্র মারফত জানা যাচ্ছে, গ্রামবাসীদের হাতে মার খেয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এই ঘটনার সময় আরও এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পালিয়ে যেতে গেলে তাকে পাঁচরা গ্রামের বাসিন্দারা ধরে ফেলেন। ধৃত ওই দুষ্কৃতী বোমাবাজি করার কথা স্বীকার করে নিয়েছেন। তাকে আজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

[aaroporuntag]
অন্যদিকে এই ঘটনায় এলাকার একটি তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের তরফ থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে খয়রাশোল থানার বিশাল পুলিশবাহিনী।