ফের ২ বিজেপি কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান বিজেপির, কটাক্ষ তৃণমূলের

লাল্টু : গত ৩১ শে অক্টোবর বীরভূম বিজেপির সদস্যরা লাভপুরে গিয়ে নিহত ২ বিজেপি কর্মী ডালু সেখ ও তাপস বাগদির পরিবারকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা অনুদান দেয়। ঠিক একইভাবে আজও বীরভূম বিজেপির সদস্যরা জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে দুবরাজপুরের নিহত দুই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক অনুদান দিলেন।

দুবরাজপুর শহরের সুরেশ ওরাং ও দুবরাজপুর ব্লকের কোটা গ্রামের ফুলচাঁদ গোফের পরিবার আজ এই আর্থিক সাহায্য পায়। সুরেশ ওরাং কলকাতায় আয়োজিত অমিত শাহের মহার‍্যালিতে হাঁটার সময় শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। আবার অন্যদিকে ফুলচাঁদ গোফ তৃণমূলের দুষ্কৃতীদের হাতে বোমার আঘাতে মারা গিয়েছিলেন বলে অভিযোগ বিজেপির। আজ এই দুই পরিবারের হাতে বিজেপির তরফ থেকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হল।

আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “শহীদ হওয়া এই দুই বিজেপির কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ যোগানোর জন্যই আজ আমরা এই দুই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলাম।”

এছাড়াও তিনি আজ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন জেলাকে বোমা বারুদের স্তূপে পরিণত করে দেওয়ার প্রসঙ্গ তুলে। তিনি আরও বলেন, সে কারণেই দিনের পর দিন বীরভূমের বিভিন্ন প্রান্তে চলছে বোমাবাজি, লড়াই।

অন্যদিকে বিজেপির এই আর্থিক অনুদানকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। দুবরাজপুর ব্লকের তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র কটাক্ষ করে বলেন, “ফুলচাঁদ গোফ বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছিল। আর আজ তারই পরিবারের হাতেই বিজেপি আর্থিক অনুদান দিল। কারণ তাদের এই মুহূর্তে বোমা বাঁধার লোকের প্রয়োজন আছে, যেহেতু জেলাতে কোন সংগঠন নেই। এই আর্থিক সাহায্য দুষ্কৃতীদের উৎসাহ দেবে সমাজ বিরোধী কার্যকলাপ করতে।”